বেশ হচ্ছে

images বেশ হচ্ছে

বেলকনির পাশে ডেঙ্গুর আনাগোনা বেশ হচ্ছে
রূপালি দেহ বরাবর জানালাটাও খোলা;
চুলের নাকি হাত পা আছে- হেঁটে- হেঁটে
রান্না করা পাতিলের মধ্যে ডুবে সাঁতার কাটে;
আজ কাল তেলাপোকারাও বেশরম হয়ে যাচ্ছে
মাছ কিংবা মাংসের সাথে মজাদার রোস্ট হচ্ছে
তেলাপোকা আর পেটের মূত্রনালী ডাইরেক্ট হচ্ছে
টয়লেটে। অথচ কবিতার আর্তনাদ বুঝেও বুঝে না
দ্রোহের মিছিল এ খাট ও খাট জুড়ে
নগ্ন ভাষার গল্প বেশ হচ্ছে হাসপাতালের দিকে
দেহ ছুটে যাচ্ছে মৃত্যুর কুলে বাহ বেশ হচ্ছে।

০৫ আশ্বিন ১৪২৯, ২০ সেপ্টেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বেশ হচ্ছে

  1. দ্রোহের মিছিল এ খাট ও খাট জুড়ে
    নগ্ন ভাষার গল্প বেশ হচ্ছে হাসপাতালের দিকে
    দেহ ছুটে যাচ্ছে মৃত্যুর কুলে বাহ বেশ হচ্ছে।
    ___ সঠিক উচ্চারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. পাঠ করার জন্য লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      কবি মুরুব্বী দা !

      ভাল থাকবেন——

    1. পাঠ করার জন্য 

      লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      কবি মহী দা———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।