ফিরে যাই শিশুকাল

Joy-o

গরু কিংবা ছাগলের বাচ্চাদের
কিছু দিন পর গলায় দড়ি লাগাই
জানেন, কি কারণে দড়ি লাগায়;
দড়ি না লাগলে চার পায়ের বাচ্চারা
খেত খামারে র ফসল বিনষ্ট করবে;
এমন কি শিং দিয়ে ডিসাডিসি করবে।
সবকিছুরি নিয়ম কানুন ধর্ম কর্ম আছে;
কিশোর কিংবা যৌবন ব্যাপ স্বাধীনতার
কণ্ঠে জয় গান ধরি! শিশুকাল ভুলে যাই-
চলো না শিশুকালে, থাকবে না কোন বাঁধা
অতঃপর আর ফিরতে পারব না শিশুকাল
মেনে নিতে হয় নিয়ম কানুন ধর্ম কর্ম।

১৯ আশ্বিন ১৪২৯, ০৪ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ফিরে যাই শিশুকাল

  1. পরম দৃশ্যপট মনকে নস্টালজিয়ায় নিয়ে যায়। শুভেচ্ছা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠে ও সুন্দর মন্তব্য করার জন্য
      অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা! ভাল ও সুস্থ থাকবেন——

  2. অসাধারণ অনুভূতির নান্দনিক কবিতা
    অপার মুগ্ধতা নিয়ে পড়লাম

    1. পাঠে ও সুন্দর মন্তব্য করার জন্য
      অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মহী দা! ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।