সবুজ আকাশটা কেমন জানি
নীল- নীল লাগছে-কাল মেঘে
ধুয়ে যাচ্ছে বন্ধু হারানো শোক;
বৃষ্টির গায়ে দুঃখ কষ্ট নেই- নিরবধি
হাত ছুঁয়া মাটির ঘরে শুধু একাকী।
হয় তো অপেক্ষা করছে প্রিয় বন্ধু
কিছু ঋণের পরিশোধ চাওয়া পাওয়া,
ভাবিস না- অন্ত ক্ষরণ বয়ে যাচ্ছে
তোর খুব কাছাকাছি- আগের মতো
দুষ্টমি আনন্দ আড্ডা হবে না- জানি!
শুধু দেখে যাবো দুজনা-আকাশ মাটি-
এই ভেবেই যাচ্ছি,কবে হবো একাকী।
২৯ আশ্বিন ১৪২৯, ১৪ অক্টোবর ’২২
বৃষ্টির গায়ে দুঃখ কষ্ট নেই- নিরবধি
হাত ছুঁয়া মাটির ঘরে শুধু একাকী।
হয় তো অপেক্ষা করছে প্রিয় বন্ধু
কিছু ঋণের পরিশোধ চাওয়া পাওয়া …
অসংখ্যা ফুলের শুভেচ্ছা নিবেন
কবি মুরুব্বী দা
ভাল থাকবেন————
সমৃদ্ধ কথামালা বলিষ্ঠ কলমের আঁচড় থেকে ভালো লাগলো লেখাটি পড়ে
অসংখ্যা ফুলের শুভেচ্ছা নিবেন
কবি মহী দা
ভাল থাকবেন————