একাকী

83e644a4-be23-45cd-a02e-f0f4f3eaeeda_lg একাকী

সবুজ আকাশটা কেমন জানি
নীল- নীল লাগছে-কাল মেঘে
ধুয়ে যাচ্ছে বন্ধু হারানো শোক;
বৃষ্টির গায়ে দুঃখ কষ্ট নেই- নিরবধি
হাত ছুঁয়া মাটির ঘরে শুধু একাকী।
হয় তো অপেক্ষা করছে প্রিয় বন্ধু
কিছু ঋণের পরিশোধ চাওয়া পাওয়া,
ভাবিস না- অন্ত ক্ষরণ বয়ে যাচ্ছে
তোর খুব কাছাকাছি- আগের মতো
দুষ্টমি আনন্দ আড্ডা হবে না- জানি!
শুধু দেখে যাবো দুজনা-আকাশ মাটি-
এই ভেবেই যাচ্ছি,কবে হবো একাকী।

২৯ আশ্বিন ১৪২৯, ১৪ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “একাকী

  1. বৃষ্টির গায়ে দুঃখ কষ্ট নেই- নিরবধি
    হাত ছুঁয়া মাটির ঘরে শুধু একাকী।
    হয় তো অপেক্ষা করছে প্রিয় বন্ধু
    কিছু ঋণের পরিশোধ চাওয়া পাওয়া …
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্যা ফুলের শুভেচ্ছা নিবেন

      কবি মুরুব্বী দা

      ভাল থাকবেন————

  2. সমৃদ্ধ কথামালা বলিষ্ঠ কলমের আঁচড় থেকে ভালো লাগলো লেখাটি পড়ে

    1. অসংখ্যা ফুলের শুভেচ্ছা নিবেন

      কবি মহী দা

      ভাল থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।