উষ্ণ হয় না

tyui

বরফ স্তরে হেঁটে যাচ্ছে
ইচ্ছার পায়রা পাখির দল;
উষ্ণ পা পিছলে যায় বৈকি-
অথচ কৃষ্ণচূড়া পাহাড় থেকে
শিমুল ঝরা রাত- পলাশের
হাসির আড়ালে বুঝলো না
কতখানি বেদনার রঙে আকাশ;
তবু মন শান্তির পায়রা ভেবে-
উড়ছে ইচ্ছার যতগুলো ডানা!
তারপরও স্বপ্ন রঙিন উষ্ণ হয় না।

১৮ কার্তিক ১৪২৯, ০৩ নভেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “উষ্ণ হয় না

  1. তবু মন শান্তির পায়রা ভেবে-
    উড়ছে ইচ্ছার যতগুলো ডানা!
    তারপরও স্বপ্ন রঙিন উষ্ণ হয় না।
    ___ বাস্তবতা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. পাঠে অনেক অনেক শুভ কামনা জানাই
      কবি মুরুব্বী দা !
      ভাল ও সুস্থ থাকবেন——-

  2. বাহ্ বেশ লিখেছেন প্রিয় কবি শুভকামনা নিরন্তর।

    1. পাঠে অনেক অনেক শুভ কামনা জানাই
      কবি মহী দা !
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।