চাঁদের গন্ধ বহুদুর

চাদের গন্ধ বহুদুর

বামনের সাদা ঘরে- চাঁদ কেনো
যে খেলতে না রাজি-তবু ঝিলমিল
জোছনাময় যত কষ্ট, ব্যর্থতায়
মেঠোপথে হেঁটে যায়- মন মরা
ধানসালিক; কোন এক সময় চৈত্রের
ধূলি উড়ে যায়-কালো ধোঁয়া উড়ানো
চাঁদের সাথে ছায়া চলে একাকী!
যত সব সোনালি রুপলী কথোন
ভাবতে অবাক লাগে, রঙিন রাতে
এখনো হাত ছুঁয়া চাঁদের গন্ধ বহুদুর।

১২ মাঘ ১৪২৯, ২৬ জানুয়ারি’২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “চাঁদের গন্ধ বহুদুর

    1. পাঠ করার জন্য
      লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মহী দা ভাল থাকবেন-

  1. যত সব সোনালি রুপলী কথোন
    ভাবতে অবাক লাগে, রঙিন রাতে
    এখনো হাত ছুঁয়া চাঁদের গন্ধ বহুদুর।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠ করার জন্য
      লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা ভাল থাকবেন–

মন্তব্য প্রধান বন্ধ আছে।