বৃষ্টি ঝরা বিকাল কিংবা দুপুর
কেনো জানি গা ঝিমঝিম করে উঠে
স্মৃতিরা ভিজে যায় নয়নের কোণে
আম কুড়াতাম- ফুটবল খেলতাম-
আর কত কি? এই হলো বৃষ্টি প্রহর
বুকের অলি গলিতে করে অমলিন!
সাদা মেঘ গড়ে যায় ক্লান্তির ঘুমে
আষাঢ়ের বোবা কান্না থামে না
হার মানায় দুচোখে বৃষ্টি আর বৃষ্টি
শ্রাবণের বৃষ্টি সকাল দুপুর আর কি।
২৩ মাঘ ১৪২৯, ০৬ ফেব্রুয়ারি’২৩
ভীষণ মন ছোঁয়া লেখা প্রিয় কবি
সুন্দর লিখেছেন । ভালো লাগলো পড়তে
শুভ কামনা জানাই
কবি মহী দা
ভাল থাকবেন——
এই হলো বৃষ্টি প্রহর
বুকের অলি গলিতে করে অমলিন!
শুভ কামনা জানাই
কবি মুরুব্বী দা
ভাল থাকবেন——