অট্রালিকার সামনে
দাঁড়িয়ে পাগল, দেখো তো
কোন পাগল; গন্ধ
সামাল যেনো ঝড় তুফান
ভয়, ক্ষয়, জয় সব
থাক- জীবন মৃত্যুর খেলা;
ভাবতে কি পারো?
অট্রালিকার কোণায় কবর
পাগলামি নয় কো
পাগল, অহমিকার পাগলী।
২৪ ফাল্গুন ১৪২৯, ০৯ মার্চ ২৩
4 thoughts on “অট্রালিকা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
গম্ভীর মানের কবিতা উপহার। একরাশ শুভেচ্ছা প্রিয় বাউল কবি।
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মুরুব্বী দা!
ভাল ও সুস্থ থাকবেন——
অসাধারণ শব্দের কারুকাজ সংবলিত লেখা, খুব ভালো লাগলো। শুভকামনা রইল।
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকবেন