বৈশাখে জলকাদাতে মাখবো,
তা না হয়ে- ইটভাটার অনল,
শুধু গায়ে পিঠে জ্বলে যাচ্ছে-
সহ্য করা দায়-বলো এখন চৈত্র
না কি বৈশাখ; সব ইতিহাসকে
হার মেনেছে; তবু রোজারগলা
পিপাসার লাগে না শুধু তাপদাহ
এক প্রেম অনল অনুভব হেঁটে যাচ্ছে
আকাশ মাটির উপর নিচু সব সমান
নিজের শুধু নিঃশ্বাস পুড়া হাহাকার
চলে এসো সব স্লোগান ধরি-
প্রভু বৃষ্টি চাই- বৃষ্টি দাও- দাও!
০৩ বৈশাখ ১৪২৯, ১৭ এপ্রিল ২৩
আকাশ মাটির উপর নিচু সব সমান
নিজের শুধু নিঃশ্বাস পুড়া হাহাকার
প্রভু বৃষ্টি চাই- বৃষ্টি দাও- দাও!
বৃষ্টি আসুক মুরুব্বী দা
ভাল থাকবেন
বৃষ্টি চাই, বৃষ্টি চাই।
জি কবি নিতাই দা
ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–