কি এসে যায়

bbgt

তিলে তাল পেকেছে
অন্য ইশারায়!
মাগুরে শিং ফুটেছে
বিষফোঁড়ার কি এসে যায়?
কি এসে যায়- তিলে তাল পেকেছে
অন্য ইশারায়।

তেঁতুলের গন্ধ ভারি জল;
খরস্রোতে নদীর বালুচর-
এক নজরে বৃন্দাবন,
কে বলে প্রেমের সখায় চল!
তেঁতুলে গন্ধ ভারি জল।

ধানে উইপোকা, ঘরের চালে
বৃষ্টির ফোটা, গড়ে গড়ে বান-
নিজের ভুলে হয় না শ্মশান
ফাল্গুন এলো গেলে-
এই আগুনে জ্বলে পুড়ে ছাই।

২৪ বৈশাখ ১৪২৯, ০৭ মে ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কি এসে যায়

  1. গড়ে গড়ে বান-
    নিজের ভুলে হয় না শ্মশান
    ফাল্গুন এলো গেলে-
    এই আগুনে জ্বলে পুড়ে ছাই।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মুরুব্বী দা
      ভাল ও সুস্থ থাকবেন—–

  2. চমৎকার লিখেছেন, বাউল কবি লিটন দাদা।

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি নিতাই দা
      ভাল ও সুস্থ থাকবেন—–

  3. অনন্য সুন্দর প্রকাশ।
    পড়ে ভালো লাগলো।

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মহী দা
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।