দালালবাদ আর পুঁজিবাদ
একই ধান্দাবাদের বাতাস
মুখোচোর আর জুতোচোর
একই ঘরে শিং খুরার রাত;
কে শিক্ষিত- কে মূর্খ বুঝা
বড় ভার! পেন্ট শার্টে বাহার;
সব একই মাটির দেহ পা
জীবন চলে শূন্য ফুঁ দিয়ে যা!
দালালবাদ আর পুঁজিবাদ
একই সূত্রে ফুলের মালায় কাদ।
০৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ মে ২৩
আজকের লিখার ভাষা এবং প্রকাশ শৈলীর মধ্যে যথেষ্ঠ স্বতন্ত্রতা খুঁজে পেলাম।
পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
কবি মুরুব্বী দা !
ভাল ও সুস্থ থাকবেন—–
❝ফুঁ ফিয়া যা!❞ দারুণ লিখেছেন,বাউল কবি লিটন দাদা।
পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
কবি নিতাই দা !
ভাল ও সুস্থ থাকবেন—–
বাহ্ বেশ সুন্দর ভাবনা নিযে লিখেছেন ।
অনেক শুভেচ্ছা ভালোবাসা রহিলো ।
পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন—–