ফুঁ দিয়ে যা

ফু দিয়ে যা

দালালবাদ আর পুঁজিবাদ
একই ধান্দাবাদের বাতাস
মুখোচোর আর জুতোচোর
একই ঘরে শিং খুরার রাত;
কে শিক্ষিত- কে মূর্খ বুঝা
বড় ভার! পেন্ট শার্টে বাহার;
সব একই মাটির দেহ পা
জীবন চলে শূন্য ফুঁ দিয়ে যা!
দালালবাদ আর পুঁজিবাদ
একই সূত্রে ফুলের মালায় কাদ।

০৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ মে ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ফুঁ দিয়ে যা

  1. আজকের লিখার ভাষা এবং প্রকাশ শৈলীর মধ্যে যথেষ্ঠ স্বতন্ত্রতা খুঁজে পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা !
      ভাল ও সুস্থ থাকবেন—–

  2. ❝ফুঁ ফিয়া যা!❞ দারুণ লিখেছেন,বাউল কবি লিটন দাদা। 

    1. পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
      কবি নিতাই দা !
      ভাল ও সুস্থ থাকবেন—–

  3. বাহ্ বেশ সুন্দর ভাবনা নিযে লিখেছেন ।
    অনেক শুভেচ্ছা ভালোবাসা রহিলো ।

    1. পাঠে লাল গোলাপ শুভেচ্ছা নিবেন
      কবি মহী দা !
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।