অবাধ সুষ্ঠু ভোট দানে
আমেরিকার ভিসা
বাহ বাহ কি চমৎকার!
কেউ আর বলতে পারবে না
মামা বাড়ির আবদার;
কি সাঙ্ঘাতিক চিন্তা রে বাবা
হোক না অবাধ সুষ্ঠু ভোট
ইতিহাস শুধু সাক্ষী থাক
অসুষ্ঠু ভোটে ভিসা নাপাক
নতুন আঙ্গিকে হোক ভিসা ভোট।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২৩
দারুণ লেখা
মুগ্ধ আপনার লেখা পড়ে
পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন———–
ইতিহাস শুধু সাক্ষী থাক
অসুষ্ঠু ভোটে ভিসা নাপাক
নতুন আঙ্গিকে হোক ভিসা ভোট।
পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি মুরুব্বী দা!
ভাল ও সুস্থ থাকবেন———–
এটা আমেরিকার ভিসা নীতি। এটা কারোর মামাবাড়ির আবদার নয়।
চমৎকার লিখেছেন, কবি লিটন দাদা।
পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি নিতাই দা!
ভাল ও সুস্থ থাকবেন———–
চমৎকার লিখেছেন সুপ্রিয়।
পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি হুসাইন দা!
ভাল ও সুস্থ থাকবেন———–