দেহের কান্না

kanna

আকাশের গায়ে মেঘ বৃষ্টি নাই
কাঁদতে ভুলে গাছে- তাই চোখ
আর কাঁদে না! দেহ জুড়ে যত
কান্নার স্লোগান; প্রভুর প্রেমে
শোকাহত- হইতো এভাবেই
চলছে- মেঘ বৃষ্টি নাই- বৃষ্টি নাই
শুধু শুধু প্রেম সাগরে বালুচর
এই দেহের চারপাশ পুড়া তাপদাহ
কৃত্রিম বাতাসও বন্ধ মহাবিপদ
প্রভু তুমি ছাড়া বাঁচার সাধ্য নাই
রক্ষা করো, থামাও এই দেহের কান্না!
বাতাস দাও মেঘ বৃষ্টি শান্তির কয়লা।

২৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৭ জুন ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “দেহের কান্না

  1. অনবদ্য লেখনী। ঋদ্ধ হলাম। এভাবেই কলম চলুক। একরাশ শুভেচ্ছা রইল।

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মহী দা!
      ভাল ও সুস্থ থাকবেন–

  2. রক্ষা করো, থামাও এই দেহের কান্না!
    বাতাস দাও মেঘ বৃষ্টি শান্তির কয়লা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল

      কবি মুরুব্বী দা—

      ভাল ও সুস্থ থাকবেন

  3. চমৎকার লিখেছেন, কবি লিটন দাদা। শুভকামনা থাকলো। 

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল

      কবি নিতাই দা—

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।