গন্ধ পাই

out.

জন্ম আমি দেখিনি;
তোমাদের জন্ম দেখে
উপলব্ধি করি; স্বাদ পাই
গন্ধ পাই আর কত কি?
তবু জন্ম, জন্ম দিন বলে কথা!
জন্ম নিয়ে কত স্বপন কত ইতিহাস
রয়ে যায় সোনালি মনে মৃত্যুর ঘরে
ভেবো না জন্মের ব্যর্থতা
অশুভ কোন চিন্তা; সবই নিখুঁত
কর্মের গুনে জন্মের অমরত্ব!

.
৫/৭/২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “গন্ধ পাই

    1. অনেক শুভ কামনা জানাই
      কবি মহী দা !
      ভাল ও সুস্থ থাকবেন

  1. তবু জন্ম, জন্ম দিন বলে কথা!
    জন্ম নিয়ে কত স্বপন কত ইতিহাস
    রয়ে যায় সোনালি মনে মৃত্যুর ঘরে
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক শুভ কামনা জানাই
      কবি মুরুব্বী দা !
      ভাল ও সুস্থ থাকবেন

  2. সুন্দর একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা রইল বাউল কবি লিটন দাদা। 

    1. অনেক শুভ কামনা কবি নিতাই দা
      ভাল ও সুস্থ থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।