আজ শুধু শ্রাবণের প্রথম দিন
নরম ঘাস পালঙ্ক ভেজে গেলো-
গোলাপের মন আনন্দে বাসর রাত!
অথচ এখানে বর্ষার রাস্তা ঘাট
জলে থৈ থৈ; শ্রাবণ তুমি কদম
ছুঁইলে কেন? নাকি অন্যকিছু-
যুগে যুগে কালো মেঘ বজ্রপাত
কলঙ্কের জল শ্রাবণে একাকার;
তবু রঙধনু মেঘ দেখে না আর-
যুগ যুগান্তর ভাসালে শ্রাবণ জল।
০২ শ্রাবণ ১৪২৯, ১৭ জুলাই ২৩
তবু রঙধনু মেঘ দেখে না আর-
যুগ যুগান্তর ভাসালে শ্রাবণ জল।
জি কবি মুরুব্বী দা
পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
দারুণ সাহিত্য চিত্র তুলে ধরেছেন
এই ধারা যেনো অব্যাহত থাকে অবিরত ।
জি কবি মহী দা
পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——