কবরের মাটি

100images

মা গো তোমার কবরের মাটি
এখন আমার বুকের মাঝে-
নিঃশ্বাসের আগে গন্ধ পাই যত!
আগে কোন দৃশ্যময় ছিল না মা-
এখন গুমরে মরা, বাতাসের আগে
দৃশ্যময় ভেসে যায় মা গো- মা
মেঘহীন বৃষ্টিগুলো চোখ থেকে
বুক গড়ে গড়ে হাতের মুঠোই
অসহ্য কষ্ট; আরটুকু আয়ু দিলে না
কোন আল্লাহ্? মৃত্যু কেনো নিঠুর।

০৯ শ্রাবণ ১৪২৯, ২৪ জুলাই ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কবরের মাটি

  1. অসাধারণ প্রকাশ
    মুগ্ধতা অপরিসীম
    শুভকামনা অবিরত।

    1. জি কবি মহী দা
      আমিন– আল্লাহুমা আমিন মাকে জান্নাত বাসি দান করুণ আমিন
      ভাল ‍ও সুস্থ থাকবেন–

  2. আপনার কবিতা পড়ে মায়ের কথা মনে পড়ে গেলো! পৃথিবীর সকল স্বর্গীয় মায়েদের বিদেহি আত্মার শান্তি কামনা করছি। 

    শুভকামনা রইল। 

    1. জি কবি নিতাই দা
      আমিন– আল্লাহুমা আমিন মাকে জান্নাত বাসি দান করুণ আমিন
      ভাল ‍ও সুস্থ থাকবেন–

  3. অসহ্য কষ্ট; আরটুকু আয়ু দিলে না
    কোন আল্লাহ্? মৃত্যু কেনো নিঠুর।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা
      আমিন– আল্লাহুমা আমিন মাকে জান্নাত বাসি দান করুণ আমিন
      ভাল ‍ও সুস্থ থাকবেন–

মন্তব্য প্রধান বন্ধ আছে।