আমি তারার দেশে
যাচ্ছি- খুঁজতে-
কি হারালাম- কি হারালাম
জানলো জোছনা রাত!
ঝিঁঝিঁপোকার গায়েন;
আমি তারার দেশে-
যাচ্ছি- খুঁজতে।
খুঁজতে খুঁজতে পেলাম
মা হারনার যন্ত্রনা
চাঁদের বুকে অসীম সীমানা
জনম তরীর আলপনা
মায়ের মুখ মলিন করা
দেখছি সবই অনমরা
কি পেয়ে হারিয়ে গেলো
এই নিঠুর দুনিয়া;
যন্ত্রনাটা হাজার বছরে
পুষলাম শুধু তারার দেশে-
খুঁজতে- খুঁজতে!
.
২৫ শ্রাবণ ১৪২৯, ০৯ আগস্ট ২৩
নান্দনিক ভাবনা
অনন্য প্রকাশ
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন——
কবিতায় শব্দ অনুভবের উচ্চারণ … দারুণ সততার সাথে উঠে এসেছে।
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মুরুব্বী দা !
ভাল ও সুস্থ থাকবেন——
অনেক সুন্দর প্রকাশ। শুভ কামনা সবসময়…
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি হুসাইন দা !
ভাল ও সুস্থ থাকবেন——