নয় তো মাটির চাপায় উড়ে বসবে
এক নাক দুর্বলা ঘাসের বাসনা;
এ কি দর্পণের গায়ে অনল জ্বেলে না
শুধু সেলফিতে ভূত পুত রঙিলা
আজও দেখি দৃশ্যপটে কান্না!
ভাদ্র শেষে আশ্বিনের মার্জনা
আর উষ্ণ বাউর বাজনা;
মনের ময়লা কতখানি পরিষ্কার
এই কার্তিকে হবে পরীক্ষা-
জোছনা সলক আর বুঝি চায় না
গলার মালা সেলফিতে বয় না।
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২৩
সুন্দর লেখা। সুন্দর ভাষাবোধের পাশাপাশি উপস্থাপনের চাতুরতায় মুগ্ধ হলাম, এককথায় অসাধারণ..!
সুন্দর কমেন্টে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন———
এ কি দর্পণের গায়ে অনল জ্বেলে না
শুধু সেলফিতে ভূত পুত রঙিলা
আজও দেখি দৃশ্যপটে কান্না!
সুন্দর কমেন্টে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মুরুব্বী দা !
ভাল ও সুস্থ থাকবেন———