যখন কোন ঘটনা সংঘটিত হওয়া এবং না হওয়ার সমান সম্ভাবনা হয়; তখন হতে পারে বা নাও হতে পারে ধরে নিয়ে বিচার করাটায় শ্রেয় যদি সি বিষয়টি আপনি নিজে প্রত্যক্ষ করে না থাকেন। তার মানে যেহেতু আমি ঘটনাটা প্রত্যক্ষ করিনি সেহেতু, হয়েছে অথবা হয়নি ধরে বিষয়টি পর্যবেক্ষণ করায় শ্রেয়। প্রায়শই দেখা যায় অসামাজিক মাধ্যমে প্রচারিত খবর কেউ হয়তো শেয়ার দিয়েছে, আর যদি সেটা আমার বিশ্বাস করতে স্বাচ্ছন্দ লাগে তাহলে আমাার বিশ্বাসের পক্ষে আমি এমনটিই প্রচারমূলক ভূমিকা রাখি যে, মনে হয় ঘটনাটা আমার সামনেই ঘটেছে। কিন্তু এহেন স্বাচ্ছন্দমূলক বিপরীত ভূমিকা রাখার সমান সম্ভাবনার ঘটনাট পক্ষ নিয়ে বা বিপক্ষতার পক্ষ নিয়ে আমরা হয়তো অনেক মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করছি অথবা সত্যকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠা করছি। অতএব, নিরপেক্ষভাবে ঘটনাগুলো পর্যবেক্ষণ করার চেয়ে শ্রেয় আর কোন ভালো বিকল্প আছে বলে আমার মনে হয়। আমাদের বিশ্বাস কারও যাতে অনিষ্ঠ না করে সে বিষয়ে আমরা নিশ্চয় সাজগ দৃষ্টি রাখবো।
5 thoughts on “পর্যবেক্ষণ যখন শ্রেয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিরপেক্ষভাবে যে কোন ঘটনা পর্যবেক্ষণ করার চেয়ে শ্রেয় আর কোন ভালো বিকল্প হতে পারে না। আমাদের বিশ্বাস কারও যাতে অনিষ্ট না করে সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে।
আমাদের বিশ্বাস অবিশ্বাস বহুবিধ। সেই বিশ্বাস প্রতিষ্ঠা করতে গিয়ে কারও অনিষ্টের কারণ যেন না হয়ে উঠি সেই আদর্শ মনে লালন করতে চাই।
সহমত
আমরা হয়তো অনেক মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করছি অথবা সত্যকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠা করছি।
* যা কখনো কাম্য হতে পারে না…
ফেসবুকের গুজবকে বিশ্বাস করে এসব ঘটছে? চলছে সংখ্যালঘু নিধন, দমনপীড়ন।