ঘোর

ঘোর কাটেনা
তাইতো এমন
রাত কাটেনা
দিন কাটেনা
ভোর কাটেনা
ঘোর কাটেনা !

ঘোর কাটেনা
তাইতো এমন
অমাবশ্যা
গহন রাতে
চাঁদ হাসেনা
ঘোর কাটেনা !

ঘোর কাটেনা
তাইতো এমন
কদম ফোটা
বাদলা দিনে
সব ভিজে যায়
মন ভেজেনা
ঘোর কাটেনা !

ঘোর কাটেনা
তাইতো এমন
মধ্য দুপুর
ক্ষরতাপে
সব পুড়ে যায়
মন পুড়েনা
ঘোর কাটেনা !

ঘোর কাটেনা
তাইতো এমন
শিশির স্নাত
স্নিগ্ধ ভোরে
সুর্য হাসে
মন হাসেনা
ঘোর কাটেনা !

১৬ জুন, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

6 thoughts on “ঘোর

  1. বেশ ইন্টারেস্টিং ঘোর। শুভ সকাল প্রিয় কবি আনিসুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ঘোর যদি ইন্টারেস্টিং মনে হয় তবেই তো সেটা আসল ঘোর ! শুভ সকাল মুরুব্বী !

  2. ঘোর কাটেনা। বাস্তব । কবিকে শত শত, লক্ষ লক্ষ সালাম সহজ ভাষায় বোধগম্য লিখার জন্য। তাই কবির সাথে কন্ঠ মিলিয়ে বলি-
    ঘোর কাটেনা,
    আলো পাই না!
    দেহ অঙ্গনে,
    শান্তি পা্ই না !

    যত ভৎসনা,
    তাও কাটেনা!
    হিংসা কণা,
    দূর তো হয় না!

    স্বচ্ছ জ্যোৎস্না,
    মেঘে ঢাকা,
    আলো ছড়ায় না!

    জীবন দ্বারে,
    ঘিরেছে আঁধারে।
    ডাকি প্রভুরে,
    তরান আমারে
    এবং সবাইরে।

    1. লক্ষ লক্ষ সালাম গৃহীত হইলো । কোটি কোটি ওয়ালাইকুম আসসালাম ভাই ! ভালো লাগলো একই ছন্দে আপনার কবিতা । অনেক অনেক শুভ কামনা রইলো !

  3. ঘোর কাটেনা
    তাইতো এমন
    বৈশাখী ঝড়
    ধূলো ওড়ায়
    চোখের কোনে
    তাও বাঁধে না
    ঘোর কাটেনা !

    ঘোর কাটেনা
    তাইতো এমন
    তপ্ত দুপুর
    উদাস বাউল
    সুর তোলেনা
    ঘোর কাটেনা !

    ঘোর কাটেনা
    তাইতো এমন
    স্মৃতির মাঝে
    আটকে থাকি
    তোর চোখে
    চোখ পরেনা
    ঘোর কাটেনা !

    ছন্দটা কেমন যেন ভালো লেগে গেলো তাই সুর মিলিয়ে লিখে গেলাম ঘোর কাটেনা।
    শুভকামনা থাকলো।

  4. অসাধারন কবি ভাই । ছন্দটা ভালো লাগার জন্য ধন্যবাদ !
    ঘোর কাটেনা
    তাইতো এমন
    স্মৃতির মাঝে
    আটকে থাকি !!!

    সত্যি ভীষণ ভালো লাগলো !!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।