কসমো (সায়েন্স ফিকশান-প্রথম পর্ব)

কসমো’র বয়স আজ ত্রিশ এ পড়লো। এই দিনটা তার কাছে বিশেষ একটা দিন।

যদিও এই সময়ের মানুষ গুলো বিশেষ দিন বলতে কিছু বোঝে না। আসলে বোঝে না বললে খুব ভুল বলা হবে। এই সময়ের মানুষদের মন ও মস্তিষ্ক প্রযুক্তির কল্যাণে ও সময়ের সাথে সাথে এতোটাই বিবর্তিত যে বিশেষ দিন বলতে কোন দিনের সাথে তাদের কোন বিশেষ আবেগ অনুভুতির সম্পর্ক নাই যেমনটি ছিল আজ থেকে এক শতাব্দী বা তারও বেশী আগে।

যদিও কসমো জানে একশো বছর আগে ঠিক এই দিনে কি কি ঘটেছিল পৃথিবী নামক এক প্ল্যানেটে। কিন্ত ঠিক এই কারনে ও তার কাছে দিনটা বিশেষ দিন হয়ে উঠেনি। দিনটি বিশেষ কারন কসমো জানে ঠিক আজকের দিনে একটা বিশেষ ঘটনা ঘটেছিল তার প্রপিতামহের জীবনে।

জীনতত্ত্ব নয়। নয় টাইম ট্রাভেল। এমনকি শব্দ তরঙ্গের ড্যাম্প অসিলেসন অ্যান্ড রেসিডুয়াল এনার্জি রিট্রিভাল থিউরিও নয়। নয় ফসিল তত্ত্ব। যদিও এসব থিওরেম এর উপর কসমো’র আছে অগাধ দখল। কিন্তু সে জানে বিজ্ঞান অনুমান কে প্রমাণ করে এবং প্রমাণের উপর আবার অনুমান, আবার প্রমাণ। কোন কোন অনুমানকে শতভাগ প্রমাণ কারা গেছে ভাবা হলেও তার উপর অনুমান কোনদিন থেমে থাকেনি। তাই সে আজও মানব জাতির অতীত ইতিহাস এবং ভবিষ্যৎ এনালিসিস করার জন্য সবচেয়ে বেশী প্রাধান্য দেয় সব ধরনের মুদ্রিত বইকে যার খুব অল্প সংখ্যকই পৃথিবীতে অবশিষ্ট আছে দ্যা ওয়ার অব নলেজ এর পড়ে।

(চলবে)

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

7 thoughts on “কসমো (সায়েন্স ফিকশান-প্রথম পর্ব)

  1. কসমিক এর ভূমিকাংশ পড়া গেল আজ। অনেক কিছুই নয়; তারপরও সায়েন্স ফিকশান।
    আগ্রহ নিয়ে রইলাম মি. আনিসুর রহমান। শুভরাত্রি। :)

  2. যদিও অল্প লিখা দিয়ে শুরু তবে আরও বিশদ আকারে আসছি ধারাবাহিক ভাবে । আগ্রহের খোরাক দিতে চেষ্টা করবো । ধন্যবাদ মুরুব্বী ভাই ।

  3. বেশ ভালভাবেই শুরু করেছেন। ধারনা করি অনেক ভাল আগাবে সায়েন্স ফিকশনটি। পরের পর্বের অপেক্ষায় আছি।

    1. সংক্ষিপ্ত সূচনার পড়ে মনে হচ্ছে কিছুই হয়নি ! তাই ফিকশানটির প্রথম পর্বের পুনঃ নির্মাণের কাজ চলছে এখন । তবে পরের পর্ব নিয়ে আসছি অচিরেই ! অপেক্ষার জন্য ধন্যবাদ ভাই !

  4. দারুন সুচনা।

    আশা করি আপনার এই লেখার সাথে থাকব।

  5. ফকির আবদুল মালেক ভাই কে সাথে পেলে এবার কিছু একটা হবে নিশ্চয়ই ! ধন্যবাদ আমাকে সাথে রাখার জন্য !

মন্তব্য প্রধান বন্ধ আছে।