আসুন সবাই মিলিত হই কোথাও


শব্দনীড় বন্ধুরা। আমরা যারা শব্দনীড়ে ব্লগিং চর্চা করি তাদের একটা গেট টুগেদার এর ব্যবস্থা হলে কেমন হয়? পরিচিত হবো, কথা বলবো, আমরা আড্ডা দেবো।

আমরা অনেকেই অনেককে চিনি না জানি না। ব্লগের বাইরে আমাদের কোন সম্পর্ক নাই। তাই আমাদের ব্লগীয় সম্পর্কটাকে আরো গভীর, বন্ধুত্বের ছায়া আরো নিবিড় করার লক্ষ্যে আসুন সবাই কোথাও মিলিত হই।

সম্মতিক্রমে ঢাকার কোন এক জায়গায় আমরা মিলিত হতে পারি। যেমন, ঢাকা ইউনিভার্সিটির টিএসসি বা হাতির ঝিল অথবা এরকম সুয়্যেটাবল অন্য কোথাও।

তাই সব সম্মানিত ব্লগারদের অনুরোধ করব আপনার যারা থাকতে আগ্রহী নিজেদের মোবাইল নাম্বার মন্তব্যের মাধ্যমে জানান। আপনারা কোন ভেনু যদি প্রস্তাব করতে চান তাও করতে পারেন।

আশাকরি আপনাদের সকলের অংশগ্রহণে কোন একটা সপ্তাহান্তে (Weekend) আমরা নিজেরা নিজেদের মাঝে ভাব বিনিময়ের সুযোগ তৈরী করতে পারব।

20 thoughts on “আসুন সবাই মিলিত হই কোথাও

  1. গেট টুগেদার এর ব্যবস্থা হলে খুবই ভালো হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    সামনাসামনি আড্ডা হবে ভাবতেই উৎসাহ বোধ করছি।
    না দেখা মানুষের সাথে সামনে কথা হবে .. আই অ্যাম এক্সাইটেড।

    আমার ফোন নাম্বার : 01714 93 09 39
    ভেনু মেনু’তে অ্যালার্জি নেই। যেখানে বলবেন ঠিক সময় হাজির হয়ে যাবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. আমারও এলার্জি নাই। তবে টিএসসি হলে সুবিধা হল বৃষ্টি বাদলাতেও সমস্যা হবে না।

    2. আজ্ঞে জনাব। নোট নিয়া রাখতেছি। এবং এবং এবং আইতেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  2. আমি আছি সাথেই। যে কোন জায়গায় যে কোন ছুটির দিনে। ঢাকা ইউনিভার্সিটিতে হলে মনে হয় সবার আগ্রহ এবং সুবিধার সমন্বয় হবে। সবাই মতামতে জানিয়ে দিন কে কোথায় আগ্রহী। শুক্রবার না শনিবার। আমার ফোন: 01716 883956.

    1. আমার মনে হয় টিএসসিতেই সবার আগ্রহ।
      সবাই কোন এক শুক্রবার, বসে যাই।

      1. অধীর আগ্রহে চূড়ান্ত তারিখের অপেক্ষায় রইলাম !

  3. আড্ডা হোক, মাস্তি হোক..বুকের সাথে বুক মিলে…সমতল পাহাড় হোক…দেখবো তখন কে কি করে দেয় বাঁধা আলো পথ

    আমি শুক্রবার ছাড়া ছুটি পাইনা…টিএসসিতে হতে পারে…মোবাইল নাম্বারঃ ০১৮৩৩০০১০০১।

    1. অনেক ধন্যবাদ প্রিয় রুদ্র আমিন ভাই। আসলেই একটা গেট টুগেদার দরকার। আপনার সাথে সেই যে বই মেলায় দেখা হল আর তো হল না। একটা গেট টুগেদার করতে পারলে আপনার সাথে দ্বিতীয়বার দেখা হবে। আপনি আগ্রহ দেখিছেন বলে মনে জোর পাচ্ছি। আশাকরি আমরা মিলিত হতে পারব, ইনশাআল্লাহ।

  4. ঢাকার বাইরে বসবাস করছি। তাই ঢাকাতে আড্ডায় অংশগ্রহণ করতে পারছি না। তবে ফেব্রুয়ারি মাসের যেকোন শুক্রবার হলে অবশ্যই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

    1. স্যার, ফেব্রুয়ারী আসতে অনেক দেরী।
      মন্তব্য করে উৎসাহ দিয়েছেন সেজন্য ধন্যবাদ।

  5. যে কোন জায়গায় হক না কেন,
    মাস্তিতে, এমন মিলন মেলায় সব সময় আগ্রহী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    ###01912-241235, শুক্রবার ছাড়া আমার ছটি নাই
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুক্রবারই সবার জন্য সুবিধাজনক।
      ধন্যবাদ প্রিয় মান্নান ভাই।

  6. আশা রাখি সব ব্লগারদের সাথে দেখা হবে, কথা হবে। কতদিন ধরে এমন অাড্ডা হয় না। সাথেই অাছি আনু ভাই। ***01710 22 88 16

  7. আপনার উদ্দেশ্য মহৎ। কিন্তু রাস্তার যে অবস্থা, কেবল ট্রাফিক জ্যাম আর ট্রাফিক জ্যাম। কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার নাম নিলেই আমার সব আগ্রহ নষ্ট হয়ে যায়। বাসে ঢাকা যাওয়া একটা নিদারুণ যন্ত্রণার নাম।

    1. এত প্রতিকূলতা সত্ত্বেও যে আগ্রহ প্রকাশ করেছেন এতে আমরা উৎসাহিত বোধ করছি। আপনার মত পুরনো ব্লগারও শক্তিশালী লেখককে আমাদের মাঝে পেলে সেটা আমাদের জন্য বিশেষ আনন্দের ব্যাপার হবে। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

  8. চ ম ত কা র উদ্যোগ।। পাশে আছি।।

    1. আশাকরি আপনাকে পাব আমাদের মাঝে।
      আপনার মত পুরনো ব্লগারও শক্তিশালী কবিকে আমাদের মাঝে পেলে সেটা আমাদের জন্য বিশেষ আনন্দের ব্যাপার হবে। ফোন নাম্বার দিলে যোগাযোগ করতে সুবিধা হবে।
      অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।