বাংলাদেশের আকাশ…

বাংলাদেশের আকাশ…

মুজিব মানে জাতির পিতা
মুজিব মানে জাতি
টুঙ্গি পাড়ার শেখের ব্যাটা
বীর বাঙালীর জ্ঞাতি

তাঁর নামেতে রক্ত ঝরায়
বুকের বাধন খুলে
তাঁর নামেতেই বীর বাঙালী
উচ্চে মাথা তুলে

এ দেশে সে জন্মে ছিল
এদেশ হলো ধন্য
বাংলা নামের দেশটা পেলাম
ঠিক তাঁহারই জন্য

নাই হয়ে সে তবুও আছে
পদ্মা নদীর বাঁকে
দেশের মাঝে ছায়া দিতে
আকাশ হয়ে থাকে…

2 thoughts on “বাংলাদেশের আকাশ…

  1. মুজিব মানে জাতির পিতা মুজিব মানে জাতি
    দেশের মাঝে ছায়া দিতে
    আকাশ হয়ে থাকে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. এমন ঘনঘটায় দারুন কবিতা, আমাদের গর্বে বুক ভরে,,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।