লিটলম্যাগ পতঙ্গ

শব্দনীড়ে কবি মোকসেদুল ইসলামের লিটল ম্যাগাজিনের জন্য নাম চেয়ে দেয়া পোস্ট অনেকে হয়ত করেছেন অথবা করেননি। তবে নাম এসেছিল অনেকগুলিই। আমরা অনেক ভাল ভাল প্রস্তাব পেয়েছি। এত নামের ভীড়ে নাম সিলেকশনে আমাদের বেশ ভিরমি খেতে হয়েছে। শেষে পতঙ্গ নামটি সিলেক্ট হয়। শব্দনীড়ের সকলের শুভকামনা প্রত্যাশি নতুন লিটল ম্যাগাজিন ‘পতঙ্গ’।

শব্দনীড় মূলত সাহিত্যমনাদের আড্ডাখানা। তাই আশাকরি অনেক বন্ধুদের স্বতস্ফূর্ত সহযোগীতা পাব।

11 thoughts on “লিটলম্যাগ পতঙ্গ

  1. লিটল ম্যাগাজিনপতঙ্গনামটিতে চমৎকার নতুনত্ব বা স্বকীয়তা রয়েছে। প্রকাশনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি মি. আনু আনোয়ার এবং মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ শ্রদ্ধেয়। আশা রাখি শব্দনীড়’র সবাইকে কাছে পাবো

    2. আপনার অনুপ্রেরণা ও দোয়া সব সময় আমাদের পাথেয় হিসেবে কাজ করবে। 

  2. অনেক দিন পর ভাল একটি উদ্যোগ মনে হচ্ছে। আমরা যারা আছি নিশিচত করে বলছি আমরা সবাই উজ্জীবিত হবো। সবাইকে শুভকামনা জানাই।

    1. আপনাদের উৎসাহ ও শুভকামনা আমাদেরকে পথ দেখাবে। সেই সাথে রই লেখা ও পরামর্শ প্রাপ্তির আশাবাদ। 

    1. অজস্র ধন্যবাদ জানাই। 

      সব সময় পাশে থাকবেন এই আশা রাখি। 

  3. পতঙ্গ/বিহঙ্গ উড়ে যাক সুদূর

    তাকে দেখি নি ভবঘুর…

     

    1. শুভকামনার জন্য ধন্যবাদ প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      আপনার লেখা পাব এই প্রত্যাশা রাখি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।