প্রহর

হের লাই তোমার এত জ্বলে ক্যান?

16 thoughts on “প্রহর

  1. অনেক ছেড়ে ছেড়ে পড়লাম; কাল ভালো করে পড়বো।

    যেটুকু বুঝেছি, অসাধারণ সেটিংসের কারণে গল্পটা ছবির মতো হয়েছে। গল্পে ভালো গল্প রয়েছে এবং এর আধুনিক অবয়ব সবাইকে মুগ্ধ করবে। গল্পের বাকি এলেমেন্টস ধরে ধরে আগামিকাল মন্তব্য করার ইচ্ছে রইলো।

    1. অনেক ধন্যবাদ প্রিয় মিড ডে ডেজার্ট । আপনার আলোচনায় উৎসাহ পেয়েছি। আবারও পড়ে   আপনার মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। 

      শুভেচ্ছা নেবেন।         

  2. রমনীয় অথবা রমণীয়তে ফিদা হয়ে গেলাম মি. আনু আনোয়ার।

    বলী আর অলি বলীর বর্ণনায় গল্পটি অসাধারণ একটি উচ্চতায় নিয়ে গেছে। চা দোকানের পার্শ্ব চরিত্র গুলোন একদম পারফেক্ট। কিছু জায়গায় হাসি দমাতে ভুলেই গিয়েছিলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অনেক ধন্যবাদ  প্রিয় মুরুব্বী। 

      আপনাদের ভাললাগাই গল্পের সার্থকতা। আমাদের সমসাময়িক সময়ে আমরা কিভাবে অত্যাচারিতের বিপক্ষে , অত্যাচারীর পক্ষাবলম্বন করি, তাই ছিল গল্পের পটভূমি।

      আপনাদের ভাল লাগাতে মনে হচ্ছে, গল্পটা ভাল ছিল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif           

  3. আনু আনোয়ার ভাই আপনি দেখি পেটে খিল্ ধরিয়ে দিলেন। অস্সাধারণ আপনার লিখনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

      লেখাটি আপনাদের ভাল লেগেছে, এটা আমা জন্য অনেক আনন্দের এবং উৎসাহের।        

  4. আমাদের মফশ্বলেও এমনটা হয়। আমি খুব মন দিয়ে পড়েছি আনু দা। ভীষণ ভাল লাগা। :)

    1. অনেক ধন্যবাদ আপু। 

      হ্যাঁ, ক্ষমতাবানেরা সব জায়গায় অত্যাচারী। আর তাদের সাফাই করে তাদের চ্যালারা।          

  5. অহরহ চলতি পথে বা পড়াশুনোয় গল্প অণুগল্পতো পড়িই। এই লিখাটি একটি মাইল ফলক বলবো। অভিনন্দন আনু দা। বেশী ভালো লাগলো শব্দনীড় ভালো লিখার কদর দিতে জানে। ঠিকই বিশেষ নির্বাচনের সম্মান দিয়ে দিয়েছে। আমি হলেও তাই করতাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ভালো লাগছে, আপনার মন্তব্য পড়ে। আপনাদের কথায় প্রতীতি হয়, লিখতে পারব।       

      অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল, প্রিয় কবি।     

  6. বড় বলীর আভির্ভাব হয় দোকানে। সে আসলে পর্যাপ্ত পরিমানে সালাম কালাম ব্যয় হয়। একেই বলে ক্ষমতা আর অর্থের বল। আমাদের দেশে আমরা এইসব মানুষের শোষনে অভ্যস্ত। ন্যায়ে যেমন তেমন। শুভেচ্ছা ভাই। 

    1. ক্ষমতাবান শোষকদের তোষণ, আমাদের একটা বৈশিষ্ট্য। বিশেষ করে বুদ্ধিজীবি শ্রেণীর মাঝে এই প্রবণতা লক্ষ্য করা যায়।            

  7. অসাধারণ চিত্রনাট্য। প্রতিটি চরিত্র যেন জীবন্ত। সামনেই দেখতে শুনতে পাচ্ছি। 

    1. অনেক ধন্যবাদ প্রিয় সাজিয়া আপু। 

      আপনার মন্তব্যে অনেক খুশি হলাম, আপনাদের ভাল লাগাতে লেখাটি সার্থকতা খুঁজে পায়।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।