একটা নষ্টা মেয়ের গল্প বলি শোনো

একটা নষ্টা মেয়ের গল্প বলি শোনো

– প্রেমে ধোঁকা
– অভাব অনটন
– সংসারে অশান্তি, পরকীয়া

কারণের অভাব হয় না নষ্ট হতে
লাগে না সময়;

ধ্যাত! নষ্ট মেয়ের গল্প তো বইয়ের পাতায় পাতায়
আজ না হয় নষ্টামির গল্প বলি –

– প্রেমে ধোঁকা খেয়ে কাঁদলো মেয়েটি
তোমরা নাম দিয়ে দিলে নষ্ট মেয়ে
পেটে বাচ্চা এসেছে? এ মা! ছিঃ ছিঃ, কি নষ্টা মেয়ে!
কে দিলো?
আমি, তুমি, তোমরা সবাই
আরে পেটে বাচ্চা কি আকাশ থেকে পড়েছে?
তোমরা দুধ দিয়ে ধুয়ে ছেলেটিকে সাজিয়ে রাখলে ঘরে
নষ্টামি কাকে বলে?

– অভাব অনটন?
অসুস্থ স্বামী, উপোষী সন্তান
কাঁচা মাংস সোনার দরে, কে না জানে?
বাধ্য না হলে কেও কি আর শরীর বেঁচে?
তোমরা মাংস খেয়ে নাম দিলে নষ্টা মেয়ে,
কে মাংস খেলো? কেই বা নাম দিলো?
আমি, তুমি, সে, আর তোমরা সবাই
তারপর দুধে ধোয়া বাবুসাহেব বৌ এর বিছানায়
নষ্টামি কাকে বলে?

– সংসারে অশান্তি? পরকীয়া?
সংসার মানেই তো স্বামী ও স্ত্রী
নিত্য ঠোকাঠুকি
আধুনিক যুগ, যে যার পথে স্বাধীন চলি
বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড? এ আবার এমন কি?
স্ত্রী ধরা খেলো তো, ছিঃ ছিঃ নষ্টা মেয়ে, নটি বেটি
স্বামী ধরা খেলো ধ্যাত! বয়সের দোষ নয়তো কি?
সোনার চামচের দোষ ধরতে আছে?
নষ্টামি কাকে বলে?

আরে!
সবাই বলে নষ্ট মেয়ে
সবাই ডাকে নষ্টা মেয়ে
আচ্ছা! তোমরাই বলো তো দেখি
পুরুষ ছাড়া নষ্ট হয় কিভাবে?

আচ্ছা! তোমরা একটা নষ্ট পুরুষ দেখাতে পারো?
– বলো তো, নষ্ট কাকে বলে?

6 thoughts on “একটা নষ্টা মেয়ের গল্প বলি শোনো

  1. পড়লাম কবি যাযাবর ভাই। সুদ্ধ কবিতা নিঃসন্দেহে।

  2. কঠিন একটি প্রশ্ন। উত্তর আমার জানা নেই কবি জীবন বাবু।

  3. অনটন অশান্তি পরকীয়া তো ভালো কথা নয় কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।