বাবার নাক ডাকা

এই সহস্রাব্দের শুরুর দিকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ৫২১ নম্বর রুমের বাসিন্দাদের মধ্যে নাক ডাকা নিয়ে বিশদ বিতর্ক উপস্থিত হইল।
না, আমাদের ঐ রুমের কারো নাক ডাকার বদ স্বভাব এই বিতর্কের বিষয়-বস্তু ছিল না। বরং সে তর্ক শুনলে যে কারো মনে হবে নাক ডাকার মত গৌরবের বস্তু দুনিয়াতে খুব কমই আছে। কারণ প্রত্যেকে তাদের পিতাদের নাক ডাকার মহিমা স্বগৌরবে প্রচার করিতে ছিল।
কেউ বলল, আমার বাবা যখন নাক ডাকে তখন, আশে পাশের পাঁচ গ্রামের মানুষের খবর হয় যে, আমার বাবা ঘুমাইতেছেন।
কেউ বলল, আমার বাবা যখন নাক ডাকে তখন মনে হয়, বরিশালের লঞ্চের সাইরেন বাজতেছে।
কেউ বলল, আবার বাবার নাক ডাকার কাছে ট্রেনের ভেঁপুকে মনে হবে ছেলে-ভুলানো সস্তা বাঁশির আওয়াজ।
শেষে একজন বলিল, আমার বাবা যখন নাক ডাকে, তখন মনে হয় ইস্রাফিল (আঃ) শিঙায় ফুঁ দিতেছেন।
কারো বাপের নাক ডাকা কারো থেকে কম ছিল না। এই গৌরবে কেউ কারো চেয়ে পিছিয়ে ছিল না।

নাক ডাকা নিয়ে অনেক তর্ক বিতর্ক এমনকি মামলা মকদ্দমার ঘটনা দুনিয়াতে কম ঘটে নাই। স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর নাম ডাকা নিয়ে আদালতে হাজির হয়েছেন, তালাকের আর্জি করেছেন অথবা তালাক দিয়েছেন, এই ধরনের ঘটনা বিরল নয়।

কিন্তু নাকডাকাও গৌরবের, যদি সেটা নিজের পিতার হয়। দুনিয়াতে খারাপ মানুষের কোন অভাব নাই, কিন্তু খারাপ বাবার বড়ই অভাব।

14 thoughts on “বাবার নাক ডাকা

  1. 'নাকডাকাও গৌরবের, যদি সেটা নিজের পিতার হয়। দুনিয়াতে খারাপ মানুষের কোন অভাব নাই, কিন্তু খারাপ বাবার বড়ই অভাব।'

    ___প্রতীকী এবং স্বতন্ত্র ভাবনার পোস্টে শুভেচ্ছা মি. আনু আনোয়ার। শুভ সকাল। :)

    1.  

      দীর্ঘ অসুস্থতার পরে ব্লগে এসে একটু হল জীবনের স্মৃতিচারণ করলাম। 

      সর্বপ্রথম উপস্থিতির জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় মুরুব্বী। 

       

  2. নাকডাকাও গৌরবের আনু আনোয়ার ভাই। অনেকদিন পরা আপনাকে পেলাম। আশা করবো সুস্থ্য আছেন। সালাম। :)

    1. অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় কবি সুমন ভাই। 

      দীর্ঘ দিন অসুস্থ ছিলাম। ডেঙ্গু, নিউমোনিয়া ও ব্লাড ইনফেকশন এইসব নিয় হাসপাতালে থাকতে হয়েছে। 

      এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। 

      ভাল থাকবেন প্রিয় সুমন ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।