অকবিতা

তোমার দুচোখে মেঘের জমাট খুব
বৃষ্টি নামবে বুঝি!
স্মৃতির ভিটায় একলা ঘুঘুর ডুব
তৃষ্ণার জল খুঁজি।

মাথার ভিতর একটা গীর্জা আছে
ঘণ্টা বাজে উদাস,
গহন দহন পুড়ছে বুকের কাছে
দাবানলের ফাঁস,
তোমার দুচোখে মেঘরা জমেছে ঘণ
বৃষ্টি নামুক খুব,
বিরাণ ভিটায় একলা ঘুঘুর মন
তোমাতে দিক ডুব।

শ্রাবণ নামুক তোমার দুচোখে আজ
নিপাট কারুকাজে,
জমাট মেঘের গভীর চুমুর ভাঁজ
ভাঙুক চারুলাজে।
মেঘের দুচোখে তোমার সরল মন
দিচ্ছে গভীর ডুব,
আমার মনের ভিটায় গাঢ় প্লাবন
বৃষ্টি নেমেছে খুব।

20 thoughts on “অকবিতা

  1. অকবিতাই তো কবিতা হয়ে গেছে মি. আবু সাঈদ আহমেদ। শুভেচ্ছায় শুভসকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আচ্ছা, অকবিতা বলতে কী বুঝায়? আমি বাংলা অভিধানেও খুঁজে পাইনি। তবে অনেকেই মনে হয় নিজের কৃতিত্ব ঢেকে রাখার জন্যই সুন্দর মানানসই কবিতাকে অকবিতা বলে চালিয়ে দেয়। এটা আমার একান্ত ধারণা। 

    তবে আপনার অকবিতা কিন্তু সুন্দর কবিতার চেয়েও সুন্দর কবিতা হয়েছে।            

  3. খুব সুন্দর কবিতা। অজস্র শুভকামনা হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।