“অন্যান্য বিজ্ঞানের যে আরাম সেই সুবিধা ভোগ দর্শনের ভাগ্যে নাই। ওদের মতো কোন কিছুর অস্তিত্ব চেতনার স্বাভাবিক প্রক্রিয়ায় ওপর আস্থা রেখে দর্শন স্বীকার করে নিতে পারে না। এমনকি ধরে নিতে পারে না তাদের জানার পদ্ধতিও ইতোমধ্যেই গৃহীত হয়ে গিয়েছে। বিষয়কে জানার শুরু কিভাবে হল সেটা যেমন গৃহীত হয়েছে ধরে নিতে পারে না, তেমনি সিদ্ধান্তও না ” – হেগেল
10 thoughts on “অসময়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লাগল
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
আপনাকেও অনেক ধন্যবাদ ও ভালবাসা জানাই প্রিয় ডাক্তার ও কবি দাউদ ভাই।
ভাল থাকুন সব সময়।
জীবন। জীবনের হারিয়ে যাওয়া সময় গুলোকে একত্রে কেন জানি স্বপ্ন স্বপ্ন মনে হয়।
জীবন্বে হারিয়ে যাওয়া সময়গুলো আসলেই স্বপ্ন।
আপনার লেখা পড়তে বেশ ঝরঝরে লাগে। সুন্দর লেখেন আপনি ভাই।
অনেক ধন্যবাদ প্রিয় সাজিয়া আপু।
যাপিত জীবনের গল্পের সাথে অভিজ্ঞতা। আপনার উপস্থাপনার ভঙ্গীমা বেশ হয় আনু আনোয়ার ভাই।
হায় মোদাব্বির স্যার !!
শব্দনীড়ে আপনাকে নিয়মিত দেখতে চাই আনু ভাই। ভালোবাসা।
শব্দনীড় সত্যিই এক সাহিত্য নীড় এই লেখা পড়ে মনে হলো।