সহযাত্রী

নাম তার জানিনা
একই বাসে আসি
সকাল বেলা আমার অফিস নয়টায়, তারো
আমি ভাবি, আহা! আমাদের মাঝে কত মিল

সে বাসস্টপে আসে ঠিক আটটায় কিংবা আরো আগে
আর আমি ঘুম থেকেই উঠতাম আটটায়
সময়ের সাথে মেয়েদের একটা বিপরীত
সম্পর্ক থাকলেও এইখানে তার ব্যাতিক্রম

এখন আমিও উঠে যাই সাতটায়
আটটার পাঁচ মিনিট আগেই টিকিট কাটি
টিকেট কাটতে না কাটতেই
তার টিকেটের অর্ডার পরে।

সাগ্রহে জিজ্ঞেস করি কেমন আছেন
তার মুচকি হাসির জন্য আমার
সারা রাজ্যের সমান সকাল বেলাকার ঘুম
বিক্রি করে দিয়েছি

টেবিলে ফাইলের স্তুপ শেষ হয় না
আমি তবু ঠিক ছয়টায় বের হয়ে যাই
উপরে নিচে সবাই ভাবে
ব্যাপার খানা কি

এই ভাবে সে আমার সহ যাত্রিনি
আস্তে আস্তে পার্শ্ববর্তিনী
মনে মনে স্বপ্নের জাল বুনি
রাতে ঘুম আসে না
সকালে সাতটাই উঠি

টুকটাক কথা হয়
রাজনীতি বাজার দর
ভারত পাকিস্তানের ক্রিকেটের খবর

আমার স্বপনের জাল বড় হতে
বুকের মোচড়ানি বেড়ে যায়
খাবারে অরুচি ধরেছে
চোখের নিচে কালি।

আমার গায়ের গন্ধে টের পেয়েছিল বোধহয়
বললে স্মোক করেন?
বললাম আজই ছেড়ে দেব
মনে ভাবি, শুধু সিগারেট কেন
আমার জন্ম জন্মান্তরের সব ছেড়ে দেব

কিন্তু এইভাবে তো আর চলে না
কত কথা হয়
আসল কথা বলতে গেলে
আমার গলার জল শুকিয়ে যায়

যা থাকে কপালে-
বলতেই হবে
চলুন যাই কোন রেস্তোরাঁয়
কত কাজেই তো লেট হয়
আজকে বুঝি আমার জন্য
এইটুকু হতে পারে না
জানা সব কবিতা সব গান
মাথার মধ্যে ঘুর ঘুর করে

আজ তার দেখা নাই
কাল তার দেখা নাই
পরদিন দেখা নাই

আর কোন দিন তার দেখা পাই নাই
–সহযাত্রী
–আন্‌ওয়ার এম হুসাইন

প্রিয় ব্লগার, বইমেলা ২০২১ উপলক্ষ্যে আসছে আমার গল্পগ্রন্থ ‘প্রত্যুষের গল্প’ প্রকাশিত হচ্ছে পেন্সিল পাবলিকেশন্স থেকে।

6 thoughts on “সহযাত্রী

  1. প্রকাশনার অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম মি. আনু আনোয়ার। সহযাত্রী শিরোনামের অকবিতাটি কবিতার চেহারা পেলেও লিখাটি অণুগল্পের ছায়া মনে হয়েছে। স্বতন্ত্র চেতনার লিখায় আপনি বরাবরই অনেক সাবলীল আমি সব সময়ই স্বীকার করি। গুড লাক।

    1.  অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী। আপনি সব সময় উৎসাহ দিয়ে গেছেন। সেই ২০১২ সালের শুরুর দিনগুলো থেকেই। সেই কথা আমি ভুলি না কখনো। আমি যতটুকু ঋণী শব্দনীড়ের কাছে ততটুকুই আপনার কাছে।

      ভালো থাকবেন সব সময়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।