প্রেমিক

প্রেমিক

ফেসবুক হাতড়াতে হাতড়াতে খোলা জানালা কে কখনই বাথরুম মনে করতে পারি না
টেবিল চেয়ার যতই মারধোর করুক
আমার ব্যর্থ প্রেমটা কখনোই মুছতে পারি না
ছাদ এক সরলরেখায় রোদে ঘুমোতে গেলে
ছবি গুলো, আদরগুলো জাগিয়ে তোলে

তাঁর লাস্ট চয়েস
বড় বড় টিপ, শাড়ির গন্ধ, জামার আভা কাতরে কাতরে হৃদয় খোঁজে
পাশে বসে তবু দূরবীক্ষণ যন্ত্রে মন অনেক দূরে
ডুরির বিশ্বাসগুলো ছিঁড়ে ক্যাকটাসের ঝোপ

ডাস্টবিন ও কথা বলছে
মেঘের নীল আশ্বাস গুলো’য়
তিলোত্তমা সতী লক্ষীরা পুড়ে এক নারীবাদী বৃন্দাবন

কৃষ্ণ থাকবে না
সখী থাকবে না
পারের কড়ি ও লাগবে না
নিজেরাই নিজেদের প্রেমিক
নিজের দেহ ই নিজের শ্রেষ্ঠ রাসোৎসব।

2 thoughts on “প্রেমিক

  1. আপনার লিখা গুলোন যথেষ্ঠ বাস্তবসম্মত এবং সমকালী চালচিত্রের উপস্থাপন। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনার লেখা গুলোন আমার কাছে বেশ লাগে। শুভেচ্ছা দিদি ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।