তসলিমা নাসরিনের জন্মদিন
গুটি গুটি ছবি পা বাড়িয়ে হাঁটছে
সাহসিকতার আলপনাগুলো মেপে মেপে এক কিলো বাড়ানো যাচ্ছে না–
নীচ থেকে রক্ষণশীলতার বাটখারা অনেকটাই ভারী
রুদ্রের ছবি বুকে তসলিমা নাসরিন আজ এক নারী
হাজার ঢেউ আসলেও প্রথম ঢেউ কুমারী মেয়ের শ্রেষ্ঠ স্নান–!
শুভেচ্ছার ফুলগুলো গাছ থেকে পেড়ে ফেসবুকে রাখলাম
বড় বড় মালা র নীচে চাপা পড়ে গেলো—
ব্র্যাকেটের পিছনেই আমার ভালোবাসা গুলো শেষ হয়ে যায়—
তবু ও
সুপারী বট গাছের শক্ত ছাল-হৃদয় মচকালেও ভাঙে না—
নুইয়ে নুইয়ে আমি বরাবরই অবাঞ্ছিত স্বর্ণলতা–?
তসলিমা নাসরিন। শুভেচ্ছা কবি।
তসলিমা নাসরিনের জন্মদিনে শুভেচ্ছা।
দেরী করে হলেও তাকে জন্মদিনের শুভেচ্ছা
তসলিমা নাসরিন এর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা




