অযোধ্যা দর্শন

অযোধ্যা দর্শন

একজন লেখকের কাজ কি বলুন তো যেকোনো পরিস্থিতিতেই লেখার জাল বুনে যাওয়া। প্রকৃতি দেখছেন খাচ্ছেন হাসছেন গাইছেন, রিলাক্স মুডে আছেন, যেকোন অবস্থাতেই নিজেকে শক্ত রাখা—কল্পনার জাল বুনে যাওয়া। … চারিদিকে ই সৌন্দর্যে ভরপুর …আসলে আমাদের মন স্থির করে আমরা ভালোভাবে দেখতে জানি না, আমরা ফুলের গন্ধ প্রাণভরে শুঁকতেই জানি না; মন টাকে স্থির করাটাই সবথেকে জরুরি।

হই হুল্লোড়ে বা স্কুল ফ্যামিলি ট্যুরে ঠিকমতো প্রকৃতি কে কাছে পাওয়া যায় বলে মনে করি না, নির্জনতায় কারোর চোখের দিকে তাকিয়ে সারাদিন কাটিয়ে দেওয়াই অন্তরের খাঁটি ভালোবাসা, অরিজিন্যালি আপনি তখন ই মনের প্রেমের প্রকৃত দার্শনিক হয়ে উঠতে পারবেন!

ফ্যামিলি ট্যুর বলতে তিনজনের বেশী না নেওয়াই উচিত বলে আমি মনে করি, আপনি প্রকৃতি কে কাছ থেকে শুধুমাত্র লাল নীল সাদা কিনা দেখতে যাননি, আপনি ভ্রমনে কিছু দিনের জন্য প্রকৃতির সাথী হতে গেছেন; গগলেশ পরে ডায়লগের পাহাড় তুলে ক্ষণিক ছবি হতে যাননি?

অযোধ্যা পাহাড় দেখলাম আসলে কবি লেখকদের কাছ থেকে না দেখলেও তাঁদের স্ট্রং ফিলিংসে তাঁরা প্রকৃতির গন্ধে নিজেকে মাতিয়ে রাখতে পারে—!

সত্যি বলতে কি অনেক জনের সংগে ঘোরা আমি পছন্দ করি না—একা থাকতে একা একা ঘুরে অনেক কল্পনা করতে আমার খুব ভালো লাগে—-

মনে হয় পাহাড়গুলো কথা বলছে; নুড়ি পাথর ঝর্ণা আমার ছেলেবেলায় টেনে আনছে– আমরা সারা দুপুর লুকোচুরি—ঝর্ণার জলে স্নান করছি আধঘন্টা ধরে–

তারপর ভেজা প্রেমগুলো যেনো ঠোঁটে শরীরে ফুটে উঠছে—-দূর থেকে রক্ষনশীলেরা বকাবকি করছে তা সত্ত্বেও আমি এক পাগল প্রেমিকা—রাধিকার বিরহ গুলো পাহাড় বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে—-গাড়ি র বাইরে প্রকৃতি এক চাপা যন্ত্রণাকাতর কৃষ্ণ—তবু তাঁর বাঁশি সারাক্ষণ বাজছে—\

খোলা প্রকৃতি খোলা জল খোলা মন খোলা শ্বাস সব যেনো একাকার—-মাঝেমধ্যে নিরবে লিখে যাওয়া পাহাড়ী কবিতা—সুরগুলো নির্দল প্রার্থী—-ভাঙা কানের ফাটা আওয়াজ—তবু প্রকৃতি চাইছে—প্রকৃতি কাঁদছে–শুনুন শুনতে পাচ্ছেন—

8 thoughts on “অযোধ্যা দর্শন

  1. আপনার লিখা একদম আলাদা মাত্রার। অনেক আলাদা … যেমন অন্যের প্যাটার্নের সাথে কখনই মেলানো যায় না। নন্দিত শুভেচ্ছা রইলো আপনার কবি। :)

  2. আসলেই সঠিক বলেছেন প্রিয় কবি ও লেখিকা।

    আমার কাছেও মনে হয় কোনও এক নির্জন প্রকৃতির কাছে একা একা থাকলে একজন কবি বা লেখক তার কল্পনার সাথে প্রকৃতি মিশিয়ে অসাধারণ কিছু সাহত্য নির্মাণ করতে পারে।

    শুভেচ্ছা প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3.  

    সত্যি বলতে কি অনেক জনের সংগে ঘোরা আমি পছন্দ করি না—একা থাকতে একা একা ঘুরে অনেক কল্পনা করতে আমার খুব ভালো লাগে—-

    আমি একা কখনোই বেরাতে পারি না। বেরাবার ক্ষেত্রে আমার কথা হচ্ছে – "একা মানে বোকা"।

  4. চারিদিকে ই সৌন্দর্যে ভরপুর …আসলে আমাদের মন স্থির করে আমরা ভালোভাবে দেখতে জানি না, আমরা ফুলের গন্ধ প্রাণভরে শুঁকতেই জানি না; মন টাকে স্থির করাটাই সবথেকে জরুরি।

     

    * খাঁটি কথা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।