প্রতিশোধ

প্রতিশোধ

আদর দিতে দিতে গৃহবধূদের কপালে ও “বিষফোঁড়া” জাগে
অলক্ষ্যে জেগে থাকে “হিংস্রতার” লীলাখেলা,

কয়লা চেয়ে ই “সুখ” পাওয়া যায়
সর্বোপরি “ঝাঁটাদের” তাড়নায়, দগ্ধ কলুষিত “বিষ” হাজার প্রেমেতেও ছাড়ে না;
তাড়িয়ে “প্রতিশোধ” নেয়, মনের শান্তি, আবেগের শরীর, চোখ মোহটাকে ই বছর বছর ভালোবেসে “বাটি হাতে” তাঁর কাছে “সম্মানের খিচুড়ি” আশা করে, অপমান অসম্মানের বিরিয়ানিতে সে “ভদ্র” হাতখানি ধুয়ে “কুল” থাকে …

________________
অরুণিমা মণ্ডল দাস
কাকদ্বীপ
সকাল দশটা, ২ নভেম্বর।

6 thoughts on “প্রতিশোধ

  1. বাহ দারুন তো, মুগ্ধ হলাম;

    আদর দিতে দিতে গৃহবধুদের কপালে ও “বিষফোঁড়া” জাগে

  2. আপনার লেখা স্বতন্ত্র চেতনার দিদি ভাই। প্রণাম নিন।

  3. আদর দিতে দিতে গৃহবধূদের কপালে ও “বিষফোঁড়া” জাগে
    অলক্ষ্যে জেগে থাকে “হিংস্রতার” লীলাখেলা,

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।