প্রেমটা হারিয়ে যাওয়ার পর
প্রেমটা হারিয়ে যাওয়ার পর আমি আর তাঁর মুখ দেখি না
চোখের দিকে তাকাই না
নখ কাটি না দাঁতে
চিন্তা ও করি না
ঝড় উঠলে আর কেমন কেমন করে না?
বরের পা দুটো জড়িয়ে বাঁচতে চেষ্টা করি
পা দুটো বরাবর ই সাদা ঘুড়ি হয়ে মাথার উপর বনবন করে ঘোরে
প্রেম টা হারিয়ে যাওয়ার পর
আমি আর কাঁদি না
খুঁজি না কোন ছাদে বা স্মৃতি”তে থাকা চেয়ারে
বা কোন মনের রহস্যে
দারুণ আবেদনে
প্রেম টা হারিয়ে যাওয়ার পর
বাসের নীচে গলা পেতে বসে থাকতে ইচ্ছে করে
ইচ্ছে করে একটু সময় পেতাম
একসঙ্গে গল্প করতে করতে ট্রেন র নীচে ভালোবাসাগুলো কেটে ফেলতাম
জোরে ছুরি দিয়ে হাতের শিরা কেটে
দেখতাম
কতটা যন্ত্রণা বুকে” হচ্ছে?
বিষের মুখে মুখ লাগিয়ে চুমু খেতে খেতে মারা যেতাম
প্রেমটা হারিয়ে যাওয়ার পর
আমি আর তাঁর মুখ দেখতে চাই না
গ্লাশের জলে ও মুখ ভাসলে খেতে পারি তাঁর ভয়ানক সহানুভূতিগুলি
থালার চকচকে দিকে চেহারা ভেসে উঠলে
আছড়ে ফেলি খাবারের থালা
প্রেমটা হারিয়ে যাওয়ার পর
বুকের বামদিকটা ব্যথা করে
যন্ত্রণায় নিশ্বাস বন্ধ করে থাকি
প্রেমটা হারিয়ে যাওয়ার পর
বাঁচতে ইচ্ছে করে না
কথা বলতে, ঘুমোতে, গান শুনতে
ফেসবুকে যেতে ইচ্ছে করে না
আ্যকাউন্টগুলো এক একটা ধোঁকেবাজ মনে হয়
আকাশ বাতাস র সুরটা কালো হয়ে আমাকে দংশিত করে
প্রেমটা হারিয়ে যাওয়ার
শেষ বোঝাপড়াটা আর হয় না
চোখে র নেশায় মদ সিগারেটে ডুবে যেতে চাই
একটা কিছু দিয়ে মনটাকে কেটে বাদ দিতে পারতাম
ব্লেড দিয়ে হার্ট কে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারতাম
প্রেম টা হারিয়ে যাওয়ার পর
শেষ যমুনায় একবার অমৃত জল পান করতে পারতাম!
___________________________
ফিলিং কাল্পনিক। উৎসর্গ আপন মানুষজন।
রচনাকাল সন্ধ্যে ছটা
শুভেচ্ছা কবি দিদি ভাই।
রিয়াদি তোমাকে আমার খুব ভালো লাগে ,ধণ্যবাদ রিয়াদি তোমাকে আমার খুব ভালো লাগে ,ধণ্যবাদ ভালো থাকবেন
ধন্যবাদ।
শব্দনীড়ে আসতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ
প্রেমটা হারিয়ে যাওয়ার পর আমি আর তাঁর মুখ দেখি না
চোখের দিকে তাকাই না
নখ কাটি না দাঁতে
চিন্তা ও করি না।
বেশ বেশ কবি বোন। এভাবেই ভালো থাকুন বোন।
শব্দনীড়ে আসতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি আবার কবে ভালো থাকলাম দাদা
ধন্যবাদ ভালোবাসা নেবেন, ভালো থাকার ইচ্ছে করতে করতেই খারাপ থেকে যাই
শুভেচ্ছা রইলো কবি।
শব্দনীড়ে আসতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি আবার কবে ভালো থাকলাম দাদা
ধন্যবাদ ভালোবাসা নেবেন, ভালো থাকার ইচ্ছে করতে করতেই খারাপ থেকে যাই
ভালো লিখেছেন।
শব্দনীড়ে আসতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি আবার কবে ভালো থাকলাম দাদা
ধন্যবাদ ভালোবাসা নেবেন, ভালো থাকার ইচ্ছে করতে করতেই খারাপ থেকে যাই