মোছাব্বিরুল হক এর সকল পোস্ট

মোছাব্বিরুল হক সম্পর্কে

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মূহুর্ত পর্যন্ত।

ফরিয়াদ

d9-204844

পাপের দাহে আজকে খরা হৃদয় জমি
মশগুল এ দিল এই দুনিয়ার ক্ষণিক মোহে
মাটির আদম কেমনে বাঁচি নরক থেকে
না দাও যদি ধুইয়ে তোমার অনুগ্রহে?

স্রষ্টা তুমি দৃষ্টি জুড়ে সৃষ্টি সবি
তাইতো প্রভু চাইছি তোমার অনুগ্রহ
এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও মোরে
তুমি ছাড়া নেই তো প্রভু অন্য কেহ।

আমি পাপী পাপের বোঝায় নুইয়ে গেছি
ঝরে না আর অনুতাপের অশ্রু বারি
কালের স্রোতে পাহাড় সম পাপের বোঝা
তোমার কাছে চাই যে ক্ষমা আজকে তার-ই।

তোমার দেয়া নাজনেয়ামত ভুগছি তবু
শোকর আদায় সেই দানের-ই হয়নি কভু
ওগো মালিক রহম কর এই নাদানে
স্ব-মহিমায় নাযাত দিও বিচার দিনে;
না পাই যেন নরক জীবন তোমার দ্রোহে;
বাঁচাও প্রভু আমায় আপন অনুগ্রহে।

Screenshot_3

চুপ!

চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে শুধু মত।
মনে শত পাপ রোজ করি মাপ
সাধু বেশে দেই ধূপ,
মন বলে তুই সাধু বেশে চোর
ফের বলি, চুপ! চুপ!

হলে রোজ ভোর দেখি শত চোর
চোর জমে পরে পলি
জ্ঞানী জন বলে তার কাছে গেলে
যুগ খানা বাপু কলি।
এতো শুরু সবে কতো কি যে হবে
দেখে যাও শুধু চোখে,
তাই ভাবি ক্ষণে একা মনে মনে
আমি আছি বেশ সুখে।
মনে জমা চুরি সাধু বেশে ঘুরি
বুদ্ধি টা পেলে লুপ,
থাকি অবশেষে পাগলের বেশে
ঠোঁট চেপে বলি, চুপ।

হেরার আলো

রাত হল ভোর আলোর লগন
গগনেতে হাসে রবি,
সূর্য উদয়ে দূর হলো যতো
মিথ্যারা ছিল সবি।
দিকে দিকে সব ছড়ালো যখন
নতুন দিনের আলো,
নিমেষে হারাল পাপের বসতি
নিকষ আঁধার কালো।
হৃদয়ে হৃদয়ে ছড়িল সুবাস
বাঁজিয়ে মধুর সুর
জগতের সুখ সত্য উদয়ে
মিথ্যারা হলো দূর।
পেল এ ভুবন আলোর লগন
গহীন আঁধার ফুঁড়ে,
অন্ধ ধরণী হলো আলোময়
হেরার আলোর নূরে।