হেরার আলো

রাত হল ভোর আলোর লগন
গগনেতে হাসে রবি,
সূর্য উদয়ে দূর হলো যতো
মিথ্যারা ছিল সবি।
দিকে দিকে সব ছড়ালো যখন
নতুন দিনের আলো,
নিমেষে হারাল পাপের বসতি
নিকষ আঁধার কালো।
হৃদয়ে হৃদয়ে ছড়িল সুবাস
বাঁজিয়ে মধুর সুর
জগতের সুখ সত্য উদয়ে
মিথ্যারা হলো দূর।
পেল এ ভুবন আলোর লগন
গহীন আঁধার ফুঁড়ে,
অন্ধ ধরণী হলো আলোময়
হেরার আলোর নূরে।

5 thoughts on “হেরার আলো

  1. "হৃদয়ে হৃদয়ে ছড়িল সুবাস; বাঁজিয়ে মধুর সুর
    জগতের সুখ সত্য উদয়ে … মিথ্যারা হলো দূর।"

    ___ হৃদয়ে ভক্তি জাগিয়ে তোলার মতো কবিতা। শব্দনীড়ে স্বাগতম আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ। আগামীর চলার পথে সর্বদা পাশে পাবার আশা রাখি।

      1. নিশ্চয়ই পাবেন মি. মোছাব্বিরুল হক। শুভ সকাল। :)

  2. হেরার গুহায় যে আলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে এসেছিল এই আলো আজও এই পৃথিবীকে আলোকিত করে যাচ্ছে। কিন্তু আফসোস কিছু অন্ধ, অবুঝের দল এই আলোর দিকে না এসে বরং অন্ধকারের দিকেই দৌড়াচ্ছে নিশী-দিন।

    অসাধারণ উপস্থাপনা ও শব্দ চয়ন। দোয়া করি ভবিষ্যতে এমন আরও ভাল মানের লেখা পাব।

    কবিকে ধন্যবাদ এমন একটি তাৎপর্যপূর্ণ লেখা উপহার দেওয়ার জন্য

    1. ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।