অনিরুদ্ধ রনি এর সকল পোস্ট

অনিরুদ্ধ রনি সম্পর্কে

লেখক মেহেদী হাসান রনি (অনিরুদ্ধ রনি), জন্ম : ২৩ জানুয়ারী কুমিল্লা জেলার চান্দিনা থানা দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন সংলগ্ন লেবাশ গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে তাহার জন্ম । শৈশব থেকেই মা-বাবা আর বড় ভাইয়ের সাথেই বেড়ে উঠা। এস,এস,সি পরীক্ষার পর থেকেই পরিবার থেকে আলাদা হয়ে ঢাকায় এইচ,এস,সি পাশ করে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বি,এস,সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন। ইন্টারমিডিয়েট থেকেই লেখালেখির শুরু করেন ।তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান "প্রভাতফেরী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন" নামে একটি সংগঠন আছে। লেখকের যৌথ প্রকাশিত কাব্যগ্রন্থঃ ❝ষোল ডানার পাখি❞, ❝রং পেন্সিল❞, ❝বসন্ত বিলাপ❞, ❝কান্ডারি হুশিয়ার❞ এবং লেখকের সম্পাদিত কাব্যগ্রন্থঃ ❝পাজরের চৌকাঠ❞, ❝নির্জনতায় সঙ্গী❞, ❝অনেকদিনের স্বপ্ন❞ আরও অন্যান্য। লেখকের ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি শিশু সাহিত্য রচনায় অনুরক্ত। জাতীয় দৈনিক সকল পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। 'পৃথিবী বইয়ের হোক' এই স্লোগানকে সামনে রেখেই লেখকের দীর্ঘ যাত্রা শুরু করেন।

মানুষগুলো এমন কেন?

Picsa

মানুষগুলো ঘড়ির কাটা,
এ কাটা থেকে ও কাটা অতিক্রম করে,
আবারও ফিরে আসে,
ফিরে যায়..
একই বৃত্তে আবদ্ধ থাকে বছরের পর বছর!
ঘড়ির কাটায় সকাল হয়,
একই কাটায় রাত্রি নামে
সময় আবার কেমন যেন!
এই ভালো এই খারাপ পথে,
আচ্ছা! মানুষগুলো এমন কেন?
এমন কেন এদিক সেদিক?
মানুষগুলো কষ্ট দিতে কষ্ট পায় না,
নষ্ট করলেও কষ্ট পায় না,
কষ্ট দেয়,
নষ্ট করে,
মানুষগুলো আঘাত করে,
মানুষগুলো মানুষ হয়েও
তারই ঘরে চোখের জলে,
– চোখের জলে উল্লাস করে,
তখন কেবল প্রশ্ন জাগে এমন কেন?
কেমন জেনো, কষ্ট লাগে।

মানুষগুলো স্বার্থপর!
নিজের স্বার্থ ঠিকই বুঝে,
নিজে নিজে ভাবতে বসি যখন নিশ্চুপ
ভাবতেও খুব অবাক লাগে!
মানুষগুলো এমন কেন?
মানুষ হয়েও মানুষ কাঁদায়
মানুষ কাঁদায়,
প্রাণ কেড়ে নেয়,
হিংস্র হয়ে হিংসে করে,
চোখের জলে উল্লাস করে
চোখের জলে…
মানুষগুলো কেমন যেন
ঘড়ির কাটা
সময় বুঝে কাছে আসে
কেমন যেন মানুষগুলো…