ট্যাগ আর্কাইভঃ মেহেদী হাসান রনি

অথচ তুমি

kobiri

অথচ তুমি প্রতিদিন নির্মোহ চলে যাও
তোমার শূন্যতার অসীম অন্ধকার
আলিঙ্গন করে পিপাসায় ভেসে যাই
বৃষ্টির মতো চোখের জলের নোনা স্রোতে।

আগুনে ধাবমান পতঙ্গের মতো
সাঁকোহীন এক দীর্ঘ নদী,
পার হবার ব্যকুল বাসনায়
বার বার ছুটে যাই।
তোমার প্রতিক্ষায় শতবর্ষী
বৃক্ষের মতো আজও
সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
যেখানে ভালোবাসা প্রজাপতির মতো।

ধুলো আর রিক্তদহনে মাখা
আমার আঁধার পৃথিবী
অপূর্ণতায় ঢাকা থাকে
ইন্দ্রিয়ে ঢেউ তুলে মিলায় সব আকুলতা।

মানুষগুলো এমন কেন?

Picsa

মানুষগুলো ঘড়ির কাটা,
এ কাটা থেকে ও কাটা অতিক্রম করে,
আবারও ফিরে আসে,
ফিরে যায়..
একই বৃত্তে আবদ্ধ থাকে বছরের পর বছর!
ঘড়ির কাটায় সকাল হয়,
একই কাটায় রাত্রি নামে
সময় আবার কেমন যেন!
এই ভালো এই খারাপ পথে,
আচ্ছা! মানুষগুলো এমন কেন?
এমন কেন এদিক সেদিক?
মানুষগুলো কষ্ট দিতে কষ্ট পায় না,
নষ্ট করলেও কষ্ট পায় না,
কষ্ট দেয়,
নষ্ট করে,
মানুষগুলো আঘাত করে,
মানুষগুলো মানুষ হয়েও
তারই ঘরে চোখের জলে,
– চোখের জলে উল্লাস করে,
তখন কেবল প্রশ্ন জাগে এমন কেন?
কেমন জেনো, কষ্ট লাগে।

মানুষগুলো স্বার্থপর!
নিজের স্বার্থ ঠিকই বুঝে,
নিজে নিজে ভাবতে বসি যখন নিশ্চুপ
ভাবতেও খুব অবাক লাগে!
মানুষগুলো এমন কেন?
মানুষ হয়েও মানুষ কাঁদায়
মানুষ কাঁদায়,
প্রাণ কেড়ে নেয়,
হিংস্র হয়ে হিংসে করে,
চোখের জলে উল্লাস করে
চোখের জলে…
মানুষগুলো কেমন যেন
ঘড়ির কাটা
সময় বুঝে কাছে আসে
কেমন যেন মানুষগুলো…