ফাইয়াজ ইসলাম ফাহিম এর সকল পোস্ট

ফাইয়াজ ইসলাম ফাহিম সম্পর্কে

ফাইয়াজ ইসলাম ফাহিম কে "প্রেমের কবি 'বলে কবি পাড়ার লোকজন। কারণ, তার সকল কবিতায় প্রেমের তৈল মাখানো! খুলনার যশোর জেলার চৌগাছার কন্যা আলেকজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল,কবি তাকে এ্যাত্তটাই ভালবাসতো যে প্রতিদিন তাকে কবিতা উপহার দিতো,কিন্তু দূর্ভাগ্য যে কবি তাকে আপন করতে পারেনি কেন না কবি ছিলেন বাউন্ডুলে এবং তার প্রেমিকার থেকে দু'বছরের ছোট্ট, সামাজিক ব্যবধান, তাছাড়া কবির চাকুরী ছিলো না আর চাকুরী হবেই বা কেন? কবি কখনো চাকুরী করার পক্ষে ছিল না,কবি থাকতে চেয়েছিলেন স্বাধীন।প্রেমিকা হারানোর শোকে তিনি ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন সংগঠন প্রতিষ্ঠা করে যদিও এর কার্যক্রম ৮টি দেশে চললাম কোভিট ১৯ এর জন্য কার্যক্রম সাময়িক স্থগিত আছে।তিনি বিএ অর্নাস (বাংলা) ২য় বর্ষ চলাকালীন পড়াশোনা থেকে বিমুখ হয়ে যান।বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স কম্পিউটারর্স এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক হিসাবে আছেন।বিভিন্ন, পত্র-পত্রিকা,অনলাইন ম্যাগাজিন সহ ব্লগে লেখালেখি করেন।কবির বর্তমানে ২৫ বছর বয়স চলমান এর মাঝেই তিনি আড়াই হাজার কবিতার জনক হয়েছেন। অমর একুশে বই মেলা ২০২২ খ্রিষ্টাব্দে তার দুটি কবিতার বই বের হবে এমন গুঞ্জন শোনা যায়। "একটা লাল ঠোঁট চাই" "নিষিদ্ধ চুমু" নামক দুটো কবিতার বই আসবে, তার বই দুটো প্রেমিক যুগলদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে তিনি খুব আশাবাদী...

অনন্ত যৌবনা

duck

হে অনন্ত যৌবনা
তুই তোর যৌবন নিয়ে থাক,
আমি আর
অলি হয়ে তোর মধু খাওয়ার আশে গুনগুন করছি না।

পাঁপড়ি জড়িয়ে যদি আ-জীবন থাকতে পারিস থাক
তোর মধু খাওয়ার আশে অনেক অলি গুনগুন করছে
আজাদ অলি, মামুন অলি, ওবায়ইদুল অলি
আরো নাম না জানা অনেক!

কিন্তু…সব অলি এক রকম না…
কারোও হুল বড় আবার কারোও ছোট
আবার কেউ স্বাস্থ্যবান।

হে অনন্ত যৌবনা
কোন অলি যদি আসে দ্বার উন্মোচন করিস মধু খেতে দেস,
পাঁপড়ি দিয়ে জড়িয়ে রাখিস না
নিজেকে লোভনীয় রাখতে
অলিদের কষ্ট দেস না
যারে ভাল লাগে তার সঙ্গে সম্পর্ক গড়িস….

মানুষ হয়ে দাঁড়াও ফিলিস্তিনির পাশে

21280335

মানুষ হয়ে দাঁড়াও
ফিলিস্তিনির পাশে,
মুসলিম-হিন্দু – বৌদ্ধ – ক্রিশ্চান
ধর্ম এসব আজ লাজে।

কোথায় ধর্ম
কোথায় জাতিসংঘ,
কোথায় ওআইসি
কোথায় আসিয়ান

মানুষ গুলো মরছে যুগ যুগ
হয়নি কি আজও তাদের জ্ঞান?

ধর্ম নেতা,রাষ্ট্র নেতা,জাতিসংঘের নেতা
নিভৃতে ফিলিস্তিনিদের রক্ত চুমায়,
নাকে তৈল দিয়ে তারা
খায় আর ঘুমায়।

মানুষ হয়ে দাঁড়াও
ফিলিস্তিনির পাশে,
হে মানুষ মনুষ্যত্ব হারাও না
ধর্ম আর ক্ষমতার চাপে।

ফিলিস্তিনিদের বাঁচাও
মানুষ হয়ে,
নচেৎ মানবতা, মনুষ্যত্ব
যাবে সব ক্ষয়ে…..

বোরকা বন্দি

1611

বয়স সাত না হতেই
মেয়েদের বোরকার জেলে বন্দি করে
ধর্ম।

বোরকা যেন মেয়েদের
আসল সঙ্গী
স্কুল, কলেজ,মাদ্রাসা
সব জায়গায় বোরকা বন্দি মেয়ে ছাড়া মেয়ে ভাবা অসম্ভব!

বোরকা মেয়েদের যৌবন খায়
বোরকা মেয়েদের স্বাধীনতা খায়
বোরকা মেয়েদের জ্ঞান খায়
এক কথায় বোরকা মেয়েদের খায়।

তবুও বোরকা জনপ্রিয়
ধর্ম কোম্পানি এন্ড কোং এর কাছে,
যতদিন বোরকায় খোপরে থাকবে
মেয়েরা
ততদিন ধর্ম,সমাজপতি,রাজ করবে
সকল ভয়েরা….

হে মেয়েরা বোরকা ছাড়্
বোরকা ছাড়লে কেটে যাবে
সকল আধাঁর….

চুমুর ভোট

55981

তোমার ঠোঁটে
চুমুর ভোট দিতে চাই,
একটা, দুটো ভোট দিতে
পারবো না আমি
কমপক্ষে হাজার দশেক।

চুমুর ভোটে
তোমার ঠোঁটে
আ-জীবন
যেন দখলদারি করতে পাই।

তাই তোমার ঠোঁটে আজ
ভোট দিতে চাই,
লালার কালিতে
তোমার ঠোঁট সর্বদা উজ্জ্বল রাখতে চাই।

তাই আজ ভোট দিতে চাই
চুমুর ভোট
কমপক্ষে হাজার দশেক,
এই ভোট দিয়ে
তোমার শরীরের প্রত্যেক
অঙ্গ- প্রত্যঙ্গ জয় করতে চাই।
পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে
মস্তিষ্কের কেশদামের আগা পর্যন্ত।

তাই আজ ভোট দিতে চাই
একটা, দুটো চুমু নয়
কমপক্ষে হাজার দশেক
চুমুর ভোট,
তাই তোমাকে আজ ছাড়ছি না।
তোমার ঠোঁটে আজ ভোট দিবো
হাজার দশেক ভোট…..

যশোহর কন্যা

56012

আমি তোমায় ক্ষমা করে দিয়েছি হে তিলোত্তমা যশোহর কন্যা
তবে নিজেকে ক্ষমা করতে পারিনি
আমি তো তোমার ভালবাসায় অভিশপ্ত
নিজেকে ক্ষমা করি কেমনে?

তবে আমি আজও কিসে সারমেয়’র মতো করে তোমার পিছে
ছুঁটছি তা অবিদিত,
ও ছুটবো না কেন সাড়ে চার বছরের সম্পর্ক
গভীর রাতে স্মৃতিগুলো মম মন কে তারা উদ্বেল করে তোলে।

হাজার হাজার ম্যাসেজ মস্তিষ্কে সাইরেন বাজায়
শত শত মিনিট কর্ণে প্রেমের মাইক বাঁজায়,
তোমার অদ্ভুদ হাসি
বক্ষে প্রেমের বোমা নিক্ষেপ করে।

তোমাকে নিয়ে লেখা সাড়ে তিনশতাধিক কবিতা
গুলো ভালবাসার আর্জি জানায়,
তোমার মন দরগায় যেতে
বারংবার ইচ্ছা পোষণ করে।

সাত বার ব্লক সাত বার ফ্রেন্ড রিকুয়েস্ট
মম ভালবাসা কে দৃঢ় করে,
তোমার অভদ্রতা তোমার অহংকার
আমার প্রেম চোখের রঙিন চশমা ছিল।

গাজীপুর ভাওয়াল রাজবাড়ি’র বিশ্রামাগার জানে
জয়দেবপুর রেলওয়ে ষ্টেশন জানে
ফুল কন্যা গোলাপ জানে
প্রেমিকদের খাদ্য পিঁজ্জা, বার্গার জানে
গাজীপুরের রাজপথ জানে
আমি তোমায় কত্ত ভালবাসি।

এখন শুধু আমি আর তুমি জানি না
কে কাকে ভালবাসি,
বড় আশ্চর্য তুমি আর আমি
হে ভালবাসা তুমি এখনো জীবন্ত আমার কবিতায়,
তবে কে কাকে বেশি ভালবাসে তুমি নিজেই সাবুত করে নিও
আমি আজ থেকে সত্যি যশোহর কন্যা কে মুক্তি দিলাম
তুমি যশোহর কন্যার দেখভাল করিও…

নারী মানেই কবিতা

ffhh

নারী মানেই কবিতা
কবিতা মানেই নারী!
নারীর ওষ্ঠে কবিতা নারীর অলুক কুন্তুলে কবিতা
নারীর পদ্মলোচন আঁখিতে কবিতা
নারীর নাসিকায় কবিতা,
নারীর দন্তে কবিতা নারীর হাসিতে কবিতা
নারীর গালের টোলে কবিতা।

নারী মানেই কবিতা
কবিতা মানেই নারী!
নারীর স্কন্ধে কবিতা নারীর বক্ষে কবিতা
নারীর পয়োধরে কবিতা
নারীর নিতম্বে কবিতা
নারীর প্রত্যেক টি অঙ্গ- প্রত্যঙ্গে কবিতা,
নারীর শরীরের রন্ধে রন্ধে কবিতা
শরীরের ভাঁজে ভাঁজে কবিতা
নারী মানেই কবিতা
কবিতা মানেই নারী…

হে নারী বোরকা পরো ক্যান?

52395

হে নারী বোরকা পরো
ক্যান?
বোরকায় শরীর ঢাকলে কি
শরীর কি সুন্দর হয়
বাড়ে কি যৌবন
বাড়ে কি মাথার জ্ঞান?

হে নারী বোরকা পরো ক্যান?
বোরকা তো নষ্টাদের জন্য
বোরকায় কি অর্জিত হয়
তোমার সকল ধ্যান?

অসুন্দরী নারী বোরকা পরে
দেহ ব্যবসায়ী নারী বোরকা পরে
মাদক ব্যবসায়ী নারী বোরকা পরে
নির্লজ্জ নারীরা বোরকা পরে
যাদের যৌবনের চিকনাই নেই
তারা বোরকা পরে।
যাদের শরীর কুঁচকে গেছে তারা বোরকা পরে।

হে নারী বোরকা পরো ক্যান
বোরকা ছাড়ো,
বাড়বে সৌন্দর্য
বাড়বে স্বাধীনতা
বাড়বে সকল জ্ঞান – ধ্যান……

করোনা মূর্খ নয়

করোনা ধার্মিক
আমলা, মূর্খ
কাউকে করে না ভয়,
তাই করোনা কে ভয় করো
ঠাট্টা নয়।

করোনা পাপের হোক
আর সাপের হোক,
করোনা মহা ভয়ংকর
করোনা চিনে না কে আপন কে পর?

করোনা শুধু জানে
মানুষ খেতে,
করোনা থেকে
মুক্তি পেতে চাইলে
মাস্ক লাগিয়ে রাখো মুখের সাথে।

করোনার কবে হবে ক্ষয়
জানে না কেউ,
সারাবিশ্বে চলছে
করোনার ঢেউ।

করোনা ধরবেনা আমায়
এই ধারণা ভুল,
করোনা বিধি মেনে চলো
নচেৎ হারিয়ে ফেলবে জীবনের কূল।