ফরিদ সুমন এর সকল পোস্ট

আবারো শব্দনীড়ে!

এক সময়কার অনেক প্রিয় ব্লগ শব্দনীড়ে আবারো এলাম। পরিচিত অনেককেই দেখতে পাচ্ছি। আশা করি সবার সাথে আবারো কথায়-গল্পে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। সবার জন্যে একটা ছবি পোস্ট দিয়ে শুরু করলাম। :)

পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের আনাগোনা। বান্দরবান শহরের কাছেই নীলাচল পাহাড়ের ছবিটি আমার বাড়ির ব্যালকনি থেকে তোলা।