আবারো শব্দনীড়ে!

এক সময়কার অনেক প্রিয় ব্লগ শব্দনীড়ে আবারো এলাম। পরিচিত অনেককেই দেখতে পাচ্ছি। আশা করি সবার সাথে আবারো কথায়-গল্পে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। সবার জন্যে একটা ছবি পোস্ট দিয়ে শুরু করলাম। :)

পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের আনাগোনা। বান্দরবান শহরের কাছেই নীলাচল পাহাড়ের ছবিটি আমার বাড়ির ব্যালকনি থেকে তোলা।

4 thoughts on “আবারো শব্দনীড়ে!

  1. :) শব্দনীড় এ সুস্বাগতম প্রিয় লিখক ফরিদ সুমন। আশা করবো ভালো ছিলেন। অনেকেই আছি অনেকেই নেই; তারপরও বহু নতুনের ভিড়ে বেশী অসাধারণ লাগে আমার।
    নিয়মিত থাকুন। আপনাকে পাশে পেলে শব্দনীড় পরিবার আনন্দিত হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. স্বাগতম সুমন দা। আপনার লেখা আমি পড়েছি। আমিও পুরোনোদের একজন। :)

  3. * শব্দনীড় আগের মতো প্রাণ ফিরে পাক, সে প্রত্যাশা সবার… 

    ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।