‘বিগ-ব্যাং’ কিংবা ঈশ্রাফিলের ফুতকারে
পুণরুত্থিত হবো আবার-
প্রলম্বিত ময়দান বিশ্বে কি হাতে দাঁড়াবো
যখন দুনিয়া উগড়ে দেবে সব আগুন
সমস্ত সাগর জুড়ে দাউ দাউ জ্বলবে অননুমেয় প্রবলতম আগুন
আর মানা বা না মানা সবার বিচার যখন হবে শুরু
কি রবে আমার এই হাতে তখন
যখন রবে না খোলা পথ নতুন আর কোনো কর্মের….