কোনো নিশানা নেই
তবু
গাঁয়ের গোরস্থানের পাশে নিরবে
একবেলা দাঁড়িয়ে থেকে
ফেরার পথে
বর্ষীয়ান তেঁতুল গাছটার তলে এসে দাঁড়ালেন
পূব দিকের বড় ডালটা মরে গেছে
এখান থেকেই সেই কবে
রাস্তাটা উত্তর-দক্ষিণে দুই ভাগ হয়ে গেছে
গাছটা কি জানে তার কারণ
‘গাছ, তোকে জিজ্ঞেস করা বারণ?’
6 thoughts on “তেঁতুল গাছ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি মাসুম বাদল। অনেক অনেক দিন পর আপনি। স্বাগতম।
শুভকামনা !
তিতা রসে কে বা জবাব দিবে কবি দা———
শুভেচ্ছা!!!
অতুলনীয়
ভালবাসা রইল !