এন জামান এর সকল পোস্ট

এন জামান সম্পর্কে

আমার মনে যা আসে তাই আমার কবিতা তাই আমার গল্প, তাই প্রবন্ধ। কলামিস্ট ও কবি মোহাম্মদ নূরুজ্জামান তারুণ্যের মিছিলে অগ্রপথিক। প্রেমের কবিতায় সিদ্ধহস্ত; বন্ধুপ্রিয় কবি এখনও খুঁজেন, নস্টালজিয়া বন্দরে হারানো স্মৃতির ক্ষত। কবিতার পঙক্তিমালায়, নিজস্ব ভাবনায়, মানবতা ও দেশপ্রেমে মূর্ত করে তুলেন সম্ভাবনার স্বপ্নগুলো প্রতিনিয়ত। উজ্জীবিত হোক তার সকল স্বপ্ন। -প্রকাশক Columnist and poet Mohammed Nuruzzaman pioneered the procession of youth. Expertise in love poems; The friendly poet still seeks, lost memories sign in the port of Nostalgia. In order of poems, in their own thoughts, humanity and patriotism he comes out the dreams of possibilities. Let it Become excited all his dreams. - Publishe

দায়িত্বজ্ঞান

সেদিন রাতেই আমার, লজ্জা গেছে ছুটে
ভবিষ্যতের ঘরে, দিনেও ছিল আঁধার
বিরহের বাসরঘরে, গণধর্ষণে গনতন্ত্র।

কাঁটাতারে ঝুলে থাকা আমি-ই বাংলাদেশ
অবশেষে আঁকি রক্তক্ষরণের তৈলচিত্র
দেখ চেয়ে দেশপ্রেমের দূরবীনে গনতন্ত্র লাশের সারিতে লাল-সবুজের মানচিত্র।।

আমি হাসপাতালের বারান্দায় পড়ে থাকা দুর্বিষহ যন্ত্রণা
দায়িত্বহীন দেশের ‘ছোঁয়া’ নামের নিষ্পাপ শিশু
অসহায়ত্ব নিভৃতে হাঁটে মেঘের পিছু পিছু।

সবুজ-শ্যামল মাঠে সোনালী রং ধানক্ষেতে
কৃষাণের বুকে নিজেই জ্বালিয়েছি আগুন
অসহায় চোখে জলকাদা, পেয়াঁজ নেই পান্তা-ভাতে
তাতেই স্বাধীনতার শান্তির কবুতর দিল উড়াল।

আমি অসহায় কৃষক
আমার সকাল জুড়ে শুধুই অবহেলা
পান্তায়-পেয়াঁজ-মরিচে মাখামাখি
মুখের দুর্গন্ধে কাটে দুপুর বেলা।।

চারদেয়ালে সাহেবের সাথে
সকাল সকাল হবে দেখা
মুখে হাত রেখে দিতে হবে সালাম
পেঁয়াজের গন্ধে সবাই পাগল পাড়া।

আজও আমি অসহায় কৃষক
আমার প্রতিদিনের সকাল বেলা
পান্তা-মরিচে- লাঙল কাঁদে
কাঁদে শিশির ভেজা লাউয়ের মাচা
পান্তার সাথে থাকা পেঁয়াজটি কেন চৌকাঠে বাধা।

অনুকাব্য – স্বরচিত ভুল

অনুকাব্য – স্বরচিত ভুল

ভুলে যাই
ভুলে থাকি
ভুলে ভুলে ভালোবাসি,

ভুল হয়
ভুল করে
ভুলে ভুলে কাছে আসি

ছোট ভুলে
ভুল বুঝে
আমি-তুমি দূরে থাকি

ভুলে থাকিস
ভুলে যাই
ওপারে ভালোবাসিস।

আমার মা

মা, হ্যাঁ তিনিই আমার একমাত্র মা
জন্মানোর কয়েক মিনিট পর
নাড়ি কাটার মুহূর্তে দিয়েছি চিৎকার
মা মা ডাকে কান্নার অনুভবে বুঝেছি
তিনিই আমার মা।
.
সেদিন আমার এতো আপন কেউ ছিলো না
যে আমায় প্রথম বুকে টেনে নিয়ে
আমাকে সর্বোত্তম নিরাপদ স্থান দিয়ে
মুখে তুলে দিয়েছেন দুধের নহর
সেতো অন্য কেউ নন
তিনিই আমার মা।
.
যেদিন আমি ক্ষুধার্ত হয়ে
কোন শক্তি পাচ্ছিলাম না
সেদিন হৃদয় ছেঁড়া কান্নায়
উত্তাল ঢেউয়ের শত যন্ত্রণায়
চোখে ভালোবাসার বৃষ্টিতে
সব ভোলালেন যিনি মমতার আঁখিতে
তিনিই আমার মা।
.
মায়ের আঁচলে বাঁধা সব সুখ
সন্তানের জন্য
তাই তোমাকে পেয়ে এ জীবন
আমার ধন্য
.
‘কিছুই খাইনি মা’ এ কথা শুনেই
অবশিষ্ট যে খাবারটুকু ছিলো
তা আমায় নিজ হাতে খাওয়ালো
আর আমাকে খাওয়ানোর সময়
মায়ের আঙুলে যে খাবার লেগেছিলো
তাই খেলেন আমার মা।
এটাই ছিলো মায়ের সারাদিনের
একমাত্র ক্ষুধা নিবারণের শেষ খাবার
কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা অপার
.
আজ যখন বুজেছি
মায়ের এই নিখাদ ভালোবাসা
তখন আমি চিৎকার করে কাঁদি
দু’চোখে শূন্য পৃথিবীতে খুঁজি
কোথায় আমার মা
আমি চিৎকার করে ডাকি
মা
মা
মা।
আমার জন্মদাত্রী মা
তুমিই তোমার উপমা।।।

বিদ্রঃ #মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহুর্ত

বেদনা কাব্য

17499260_605355559670487_1980593322011103661_n
সবুজের বুকে রক্তের দাগ লেগেই আছে
স্বাধীনতা যেন এখনো আসেনি প্রাণে
এখনো লুণ্ঠিত হচ্ছে মুক্তিযদ্ধের চেতনা
গনতন্ত্রের বুকে চলছে আত্মচিৎকার।

ডাস্টবিনে পড়ে আছে আমাদের মানুষত্ব
আজও মনে পড়ে কি??
৫২’র প্রেরণায় ৭১’র চেতনা
সবুজের বুকে বিজয়ের লাল পতাকা।

আমার বাংলা দিবসে দিবসে মিশে একাকার
রাজপথ অপেক্ষায় রক্তমাখা জয় বাংলা ধ্বনিতে
স্বাধীনতার বেদনা কাব্য ৩০ লক্ষ শহীদের রক্ত
যা হারিয়েছি ২৫ শে মার্চ কালোরাতের আধাঁরে।

গণহত্যা দিবস ২৫ শে মার্চ কালোরাত
মুক্তির সংগ্রামশক্তির শ্রেষ্ঠ প্রতিবাদ
মহান স্বাধীনতা ইতিহাস আমাদের গর্ব
মহান বিজয় গণতান্ত্রিক অধিকার।

অন্তর অন্ত খুঁজে

অন্তর দৃষ্টি আমার ব্যাকুলতা শূন্য
হারিয়ে যাওয়া দিনের কাছে
নিত্য যৌবন প্রত্যাশা খুঁজেছিস
পদার্পণে ক্রুদ্ধদৃষ্টি শত শত অন্ত মিলে।

আমার শূন্যরূপে হয় শৈশব
ক্লান্তিকর হেঁটে চলা একেলা দুপুর
লুটিয়ে পড়েছে অস্পষ্টতা অস্পৃশ্য
নিকষকালো আঁধারে অবিরাম খেলা চলে।

হৃদয়ের জানালায় নাই সচ্ছিদ্র
পথের ক্লান্তিকর ধুলোবালি নিক্ষিপ্ত
উড়ে বেড়াচ্ছে অস্তিত্বের খোঁজে
নাটক, গল্পের অন্ত বিশ্বাস হারিয়ে গেলে।

FB_IMG_1482577955414

বৃষ্টিতে ভালবাসার অনুভব (Feeling of love in the rain)

স্মৃতির তুলিতে ভালোবাসা নিলে
আর বর্ষার মতো শুধুই কাঁদালে
কাল বৈশাখী ঝড়ে স্বপ্ন হারালে
মেঘমল্লার সুরে ভাসিয়ে দিলে
.
নীল সুতায় গাঁথা এই বৈরাগী মন
পাথর হৃদয়ে সুখ খুঁজে সারাক্ষণ।
বাদল দিনে একাকী আকাশে উড়ি
তুমি-আমি আমি-তুমি অনাদরে পুড়ি।
.
অতীতের কানে বাউলা গানে
অন্তরে অন্তরে প্রণয়ের টানে
বর্ষার করুণায় বৃষ্টি ভেজা হৃদয়
অনাকাঙ্ক্ষিত স্পর্শগুলো মধুময়
.
আশ্রয়ের ছুতোয় খুলি বুকের ঝাঁপি
অনুরাগের ছলে ঝড়ের দাপাদাপি
অখিল বুকের একগুচ্ছ মেঘমালায়,
বৃষ্টির দৃষ্টিতে পোড়ায় প্রেমের দায়।
.
গোধূলির শেষে সন্ধ্যা রথে
তুমি আর আমি একই পথে
আবিরমাখা সুখ আজও মনেপরে
আষাঢ়ের নোনা-কান্নায় যন্ত্রণা ঝরে।
.
Feeling of love in the rain
.
You took my love in the brush memory
And forced me to shed tears like rain,
You lost the dreams in the summer-storm
And swept me away in the cloudy pain.
.
My gipsy mind, wreathed in the blue-thread
Wanders on the stone-heart for happiness,
On a rainy day I fly lonely in the sky
You and me are being burnt in regardless.
.
Madman’s song is heard in the ear of past
Attraction of love is alive in the heart,
The heart is wet in the merciful rain
Unexpected touches are in the pleasure-chart.
.
I open the mat-door of my heart
As an excuse to get shelter,
The storm agitates as a trick of love
In a bunch of clouds of my broaden heart
Liability of love is burnt
In the eyes of shower.
.
You and me were on the same way
In the chariot of dusk after the sunset,
I recall the memory of happiness
Which was coloured by red powder,
Now the salty tears of June
Wets me much in the pain-shower.
.
Translated by: Tapas Biswas

আবার নতুন করে যুক্ত হইলাম আপনাদের সাথে

প্রিয় সকল বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি সবসময় দোয়া করি সাবাই ভালো থাকুক সাথে মহান আল্লাহ আমাকেও ভালো রাখুক এই প্রত্যাশায় আবার আপনাদের সাথে পথ চলার সাথি হওয়ার জন্যে ফিরে এলাম। সবাইকে আমার অফুরান ভালোবাসা রইলো। 16128966_1826583220964722_117155905_n