সাদিক আল আমিন এর সকল পোস্ট

নীরব কোনো ঘরে

অতি বেশি নীরব কালো রাতে শহরের চোখে কালি ছুঁড়ে দিয়ে জেগে থাকো নিশ্চুপ।
চোখ টানটান কাজলে আঁটা ঠিকঠাক ভাবে।
শুধু বেঠিকে গা মেলে দিয়েছে শূন্যে ভাসানো ওড়না।
বেলকনির গ্রিল বেয়ে উঠে আসা অপত্য জোনাকির পুচ্ছ ছুঁয়ে দেখে নিয়েছো জোনাক পৃথিবীর অবাধ মুগ্ধতা।
সেই সাথে সেলফের তাকে তাকে সাজানো কবিতার ঘ্রাণ টেনে নিয়ে পাঠ করেছো নজরুল, জীবনানন্দ।
আমাকে পাঠ করোনি তুমি
তাই এ নিশিঘেরা কামড়ার হঠাৎ নিভে যাওয়া জোনাকির অন্ধ স্পন্দনের মতোই চোখ মেলে বসে আছি অপাঠ্য পাণ্ডুলিপির সাদা পাতায়।

প্রত্যাবর্তন

অবশেষে মৃত্যুর বুকে হাত রেখে তুমি বিদায় নিলে উদ্বেলিত মহাকাল বিষণ্ন হয়ে উঠলো।
একমাত্র বসন্তকালীন বায়ু মাটি দিয়ে দিলো তোমার কবরে; আনাচ কানাচ ভরে গতিবর্ধক ভঙ্গিতে।
তুমি বেঁচে থাকার সবটুকু সুযোগের শ্রেষ্ঠতম মুহূর্তগুলোতে কি চেয়েছো জানিনা, তবে
আমি শুধুমাত্র এটাই চাইবো, কখনো নীল মেঘে মিলিয়ে গেলে যেনো চিলের পিঠে আমার লেখচিত্র আঁকো,
ওই চিল ঘূর্ণান্তরে আমার সখ্যতার মাটি ছুঁয়ে দিলে চিত্তশুদ্ধ হয়ে আমি তোমার কাছে ফিরে যাবো।