প্রত্যাবর্তন

অবশেষে মৃত্যুর বুকে হাত রেখে তুমি বিদায় নিলে উদ্বেলিত মহাকাল বিষণ্ন হয়ে উঠলো।
একমাত্র বসন্তকালীন বায়ু মাটি দিয়ে দিলো তোমার কবরে; আনাচ কানাচ ভরে গতিবর্ধক ভঙ্গিতে।
তুমি বেঁচে থাকার সবটুকু সুযোগের শ্রেষ্ঠতম মুহূর্তগুলোতে কি চেয়েছো জানিনা, তবে
আমি শুধুমাত্র এটাই চাইবো, কখনো নীল মেঘে মিলিয়ে গেলে যেনো চিলের পিঠে আমার লেখচিত্র আঁকো,
ওই চিল ঘূর্ণান্তরে আমার সখ্যতার মাটি ছুঁয়ে দিলে চিত্তশুদ্ধ হয়ে আমি তোমার কাছে ফিরে যাবো।

9 thoughts on “প্রত্যাবর্তন

  1. শব্দনীড় এর আপনাকে স্বাগতম মি. সাদিক আল আমিন।
    কবিতায় শুভেচ্ছা রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    শব্দনীড়ে নতুন এসেছেন? আমিও নতুন এসেছি। তবে ভাই আমি কিন্তুক আমার যা ভালো লাগে সরাসরি বলে দেই।

    মনে কিছু করবেন না যদি কখনও ভুল ভাল কিছু বলে ফেলি

    আজকে আপনার কবিতা নিয়ে কথা হবে না, আজ শুধু হাই হ্যালো

    আপনার কল্যাণ হোক।

    1. হ্যা আজই জয়েন করলাম। ভালো থাকবেন আপনিও

  3. আপনাকে শব্দনীড়ে স্বাগত জানাই প্রিয় সাদিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    লিখুন, অন্যের লিখা পড়ুন, আপনার মতামত দিন। আর শব্দনীড় হোক আপনার সৃজনশীলতা চর্চার মাধ্যম। আমাদের একসাথে পথচলা হোক আনন্দের এই কামনা করি।

    শুভেচ্ছা সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।