কয়েকদিন আগে প্রিয় কবি দাউদুল ইসলাম ভাইয়ের সাথে দেখা হল bangla-kobita.com এ। সেখানে তার মন্তব্যে জানতে পারলাম শব্দনীড় আবার ফিরে এসেছে, তবে তা প্রিয় মুরুব্বীর কল্যাণে। শব্দনীড় বন্ধ হয়ে যাওয়ার পর অনেকবার shobdoneer.com লিখে log in করার চেষ্টা করে দেখেছি কারণ যখনই মনে হয়েছে প্রিয় শব্দনীড়ের কথা, তখনই মনে হয়েছে প্রিয় ব্লগটি এভাবে ব্ন্ধ হয়ে যেতে পারে না। অবশেষে, তা সত্যি হল। তবে জানতে দেরি হয়েছে shobdoneer.com নামে না হয়ে shobdonir.com নামে নতুন যাত্রার কারণে।
প্রিয় মুরুব্বীর প্রতি শত সহস্র কৃতজ্ঞতা তিনি প্রিয় ব্লগখানিকে আপন সন্তানের মত আগলে রেখেছিলেন। তাই শব্দনীড়কে আমরা আগের মত করে পেয়েছি।
শব্দনীড়ের বিদায় লগ্নে আমার সর্বশেষ পোষ্ট ছিল একটি আবেগঘন কবিতা। আজ এই শুভক্ষণে আবার সেই পোষ্টের কথা মনে পড়ে গেল। তাই শেয়ার না করে পারছি না-
আবার দেখা হবে বন্ধু
এস. এম. কামরুল আহসান
আবার দেখা হবে বন্ধু
হয়ত কোন পথে-অচেনা,
অথবা, কোন এক ব্লগে-
নতুন নিকে, থেকে অজানা।
হয়ত কথা হবে-লেখায়
মন্তব্যে হবে ভাব, আবার;
শেয়ার হবে আরো-কতকি
না চিনে অপরে, পুনবার।
অথচ একদিন ছিলাম,
একই নীড়ের ছায়াতলে!
কতনা আপন হয়ে; রয়ে
পোষ্টের ঘন কোলাহলে।
আজ সাথী কেমনে, জনম
উথলিয়া উঠে, পোড়ে মন!
বন্ধ হবে, হবে! বলে যে-
শব্দনীড়ের বেলা পতন।
যদি তাই হয়, তব ভাবি
শব্দনীড় রবে, অনুক্ষন
লেখক-পাঠক-মনে, হয়ে
নব লেখার অনুরণন।
হয়তো আবার কোনদিন
দেখা হবে বন্ধু! নেটেতে;
দেখা হবে কোন শুভক্ষনে-
ভার্চুয়াল সেই পাতাতে।
ছন্দ: মাত্রাবৃত্ত
মাত্রা কাঠামো: ১০
এপ্রিল ২০, ২০১৬, বিকাল: ৫:২৪
৯/ই, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
যদিও নিত্যদিনকার কর্তব্য ও কাজের চাপে আমি ব্লগে খুব কমই নিয়মিত ছিলাম তবে মনটা ঠিকই প্রিয় ব্লগে পড়ে থাকত। যখনই সময় পেতাম ছুটে আসতাম, দু একটা মন্তব্য দিতে চেষ্টা করতাম। এবারের যাত্রায় আগের চাইতে বেশি চেষ্টা থাকবে পাশে থাকার।
নতুন ও পুরাতন সকল সহব্লগারদের প্রতি রইল শুভেচ্ছা।
শুভ ব্লগিং