আবার ফিরে এলাম আপন নীড়ে

কয়েকদিন আগে প্রিয় কবি দাউদুল ইসলাম ভাইয়ের সাথে দেখা হল bangla-kobita.com এ। সেখানে তার মন্তব্যে জানতে পারলাম শব্দনীড় আবার ফিরে এসেছে, তবে তা প্রিয় মুরুব্বীর কল্যাণে। শব্দনীড় বন্ধ হয়ে যাওয়ার পর অনেকবার shobdoneer.com লিখে log in করার চেষ্টা করে দেখেছি কারণ যখনই মনে হয়েছে প্রিয় শব্দনীড়ের কথা, তখনই মনে হয়েছে প্রিয় ব্লগটি এভাবে ব্ন্ধ হয়ে যেতে পারে না। অবশেষে, তা সত্যি হল। তবে জানতে দেরি হয়েছে shobdoneer.com নামে না হয়ে shobdonir.com নামে নতুন যাত্রার কারণে।

প্রিয় মুরুব্বীর প্রতি শত সহস্র কৃতজ্ঞতা তিনি প্রিয় ব্লগখানিকে আপন সন্তানের মত আগলে রেখেছিলেন। তাই শব্দনীড়কে আমরা আগের মত করে পেয়েছি।
শব্দনীড়ের বিদায় লগ্নে আমার সর্বশেষ পো‍ষ্ট ছিল একটি আবেগঘন কবিতা। আজ এই শুভক্ষণে আবার সেই পোষ্টের কথা মনে পড়ে গেল। তাই শেয়ার না করে পারছি না-

আবার দেখা হবে বন্ধু
এস. এম. কামরুল আহসান

আবার দেখা হবে বন্ধু
হয়ত কোন পথে-অচেনা,
অথবা, কোন এক ব্লগে-
নতুন নিকে, থেকে অজানা।

হয়ত কথা হবে-লেখায়
মন্তব্যে হবে ভাব, আবার;
শেয়ার হবে আরো-কতকি
না চিনে অপরে, পুনবার।

অথচ একদিন ছিলাম,
একই নীড়ের ছায়াতলে!
কতনা আপন হয়ে; রয়ে
পোষ্টের ঘন কোলাহলে।

আজ সাথী কেমনে, জনম
উথলিয়া উঠে, পোড়ে মন!
বন্ধ হবে, হবে! বলে যে-
শব্দনীড়ের বেলা পতন।

যদি তাই হয়, তব ভাবি
শব্দনীড় রবে, অনুক্ষন
লেখক-পাঠক-মনে, হয়ে
নব লেখার অনুরণন।

হয়তো আবার কোনদিন
দেখা হবে বন্ধু! নেটেতে;
দেখা হবে কোন শুভক্ষনে-
ভার্চুয়াল সেই পাতাতে।

ছন্দ: মাত্রাবৃত্ত
মাত্রা কাঠামো: ১০

এপ্রিল ২০, ২০১৬, বিকাল: ৫:২৪
৯/ই, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

যদিও নিত্যদিনকার কর্তব্য ও কাজের চাপে আমি ব্লগে খুব কমই নিয়মিত ছিলাম তবে মনটা ঠিকই প্রিয় ব্লগে পড়ে থাকত। যখনই সময় পেতাম ছুটে আসতাম, দু একটা মন্তব্য দিতে চেষ্টা করতাম। এবারের যাত্রায় আগের চাইতে বেশি চেষ্টা থাকবে পাশে থাকার।

নতুন ও পুরাতন সকল সহব্লগারদের প্রতি রইল ‍শুভেচ্ছা।

শুভ ব্লগিং

এস. এম. কামরুল আহসান সম্পর্কে

ছোট বেলায় স্বপ্ন দেখতাম একজন বড় কবি হব। তাই লিখতাম ও নিয়মিত। তবে নিজের পাণ্ডুলিপিতে; তা কোন পত্রিকায় বা ম্যাগাজিনে নয়; কারণ আমার গ্রাম এসব সুবিধা হতে ছিল অনেক দূরে। হঠাৎ একদিন কবি ফজলে রাব্বি (হারুন) নানা বললেন গণকবি সম্মেলনে তুমিও কবিতা পাঠাতে পারো, নির্বাচিত হলে সম্মেলনে যেতে পারবে এবং 'অনিক' নামক বইতে তোমার কবিতা ছাপা হবে। হারুন নানা ওখানে নিয়মিত কবিতা পাঠাতেন এবং বাৎসরিক সম্মেলনেও যেতেন। আমি তখন চতুর্থ/পঞ্চম শ্রেনীতে পড়ি এবং সেই বছর আমারও একটি কবিতা [এমন কি কেউ নেই!] গণকবি সম্মেলনে 'অনিক' নামক বইতে ছাপানোর জন্য নির্বাচিত হয় ও আমাকে সম্মেলনে যোগদানের জন্য পত্র মারফত আমন্ত্রন জানানো হয়। কবি জীবনে কবিতা লেখার এটাই একমাত্র প্রেরণা যা এখনও নিভু নিভু অনুপ্রেরণা দিয়ে আসছে। শব্দনীড় এর সাথে সম্পর্ক একেবারে শুরুর দিকে না হলেও তা অনেকদিন। প্রিয় কবি দাউদুল ইসলাম আমাকে সুখবর দিলেন শব্দনীড় আবার ফিরে এসেছে প্রিয় 'মুরুব্বীর' কল্যাণে। উনি শুধু শব্দনীড়েরই মুরুব্বী নয় আমাদের মত সকল ক্ষুদে লেখকদের মুরুব্বী। তিনি দিবানিশি তার নিরলস মন্তব্যে ও অগাধ ভালোবাসায় শব্দনীড়কে আজও আগলে রেখেছেন পরম যতনে। তারই কল্যাণে আবার প্রিয় শব্দনীড়ে ফিরে আসা।

5 thoughts on “আবার ফিরে এলাম আপন নীড়ে

  1. সঙ্গত কারণে সূচনা পর্বে আমাকে নিয়ে কিছু কথা থাকায় নিজের মধ্যে সামান্য লজ্জা তৈরী হলো। তারপরও বলি শব্দনীড় ফিরে আসতে পেরেছে এই কৃতিত্ব আমার একার নয়; বেশ কয়েকজনের আন্তরিক চেষ্টায়। এমনকি বেঁচেও আছে সম্মিলিত ভালোবাসায়। স্মরণ করেছেন জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মি. এস. এম. কামরুল আহসান

    'যদি তাই হয়, তব ভাবি, শব্দনীড় রবে, অনুক্ষণ
    লেখক-পাঠক-মনে, হয়ে,  নব লেখার অনুরণন।'

    আপনার সতত এই প্রত্যাশার সাথে আমরাও সঙ্গী। শব্দনীড় এর পাশে থাকুন। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কেমন আছেন প্রিয়?

    শুভেচ্ছা জানিবেন৷ আপনি একা নন জেনে আরো ভালো লাগল৷ কৃতজ্ঞতা তাদের প্রতি৷ শব্দনীড় বেঁচে থাকুক আজীবন৷ পাশি আছি সতত৷

মন্তব্য প্রধান বন্ধ আছে।