তুহিন সরকার এর সকল পোস্ট

তুহিন সরকার সম্পর্কে

অতি সাধারণ ব্যক্তি।

প্রতীক্ষা একটু ভালোবাসার…..

বিনিদ্র রজনী,
তোমার আঁধার কালো মুখ
বিষণ্ন হাওয়ায় আবেগী কান্না মিশ্রিত সুর,
বড় বেশী একলা তুমি মেষ দেখায়!
কত প্রতীক্ষা, স্বার্থপর আমি সময়ে শেষ দেখায়।
আমি আজও…. স্বপ্ন বিমূখ অজানা কোন কারণ,
নিষ্ঠুর নিয়তি, ধর্ম-সমাজ!
বিছিন্ন কোলাহল,
তোমাতে-আমাতে দূর বহুদূর
ভালোবাসা আজও বড় নিষ্ঠুর!
কলুষিত সমাজে কলুষিত আমি মর্মহীন জীবন,
কায়াহীন ছায়ার আবেগ তাড়িত হৃদয়।
প্রতীক্ষা একটু ভালোবাসার…………………!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা…..

মহান মুক্তিযুদ্ধে ত্রিশ রক্ষ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও আত্মদানকারী দুই লক্ষ মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা…. সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।
‘বিজয় নিশান উড়ছে ঐ/ খুশির হাওয়া ঐ উড়ছে/ বাংলার ঘরে ঘরে/ মুক্তির আলো ঐ ঝরছে’
মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অসাম্প্রদায়িক বাংলাদেশের জয়যাত্রা অব্যহত।
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”
জয়বাংলা।

2020