গ্রীষ্মের দুপুর

IMG20

ঝিঁ ঝিঁ বোলে বৃক্ষ ডালে
সকাল সাঁঝের বেলা,
এমন দিন এলেই বুঝি
আগুন দিনের খেলা।

দুপুর বেলা রবির খরা
ধুঁকছে পাখি গাছে,
পশুগুলো খায় না ঘাস
ছায়ার দিকে ছোটে।

কৃষক শ্রমিক বটের তলে
একটু শান্তি চায়,
খোকা খুকি ঘাটের জলে
নাইতে শুধু যায়।

বাবুরা সব এসির তলে
ঠান্ডা করে গা,
বিজলি গেলে চেঁচিয়ে বলে
ক্যামনে বাঁচি মা!

.
ডুমরিয়া, ঝালকাঠি।

3 thoughts on “গ্রীষ্মের দুপুর

  1. শব্দনীড়ে প্রকাশিত আপনার প্রথম লিখাটি পড়লাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    এভাবেই এগিয়ে চলুক আপনার নীড় যাত্রা। মন্তব্য দিয়ে আপনার সহ-ব্লগারদের পাশে থাকুন। মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিং হোক আনন্দের। অগ্রীম ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার দ্বিতীয় লিখা আগামীকাল প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. পাঠক-মন্তব্যের উত্তর দিলে পাঠকের ভালো লাগে। লিখক আর পাঠকের মধ্যে অসাধারণ এক বন্ধন গড়ে উঠে। পাঠক কারো লিখা পড়তে বাধ্য নন; পাঠক ধরে রাখতে পারাটাও লিখকের অন্যতম অনন্য গুণ। ঈদ মোবারক কবি। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।